অফিস-আদালত খুললেও জমজমাট বিনোদন কেন্দ্রগুলো – দৈনিক গণঅধিকার

অফিস-আদালত খুললেও জমজমাট বিনোদন কেন্দ্রগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১০:৫৯
ঈদুল আজহার তৃতীয় দিনেও দর্শনার্থীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। মূলত কোরবানির ঈদের দিনে মানুষের ব্যস্ততা থাকায় তারা বেড়াতে বের হতে পারেন না। তাই ঈদের পরদিন থেকে ঘুরতে বেরিয়ে পড়েন রাজধানীবাসী। বুধবার সরকারি-বেসরকারি অফিস খুলে গেলেও বিনোদনপ্রত্যাশীদের ঘোরাফেরা ফেমে থাকেনি। যারা ছুটি নিয়েছেন তারা পরিবার-স্বজনদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বুধবার (১৯ জুন) সারা দিনই রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিল দর্শনার্থীর সরব উপস্থিতি। যদিও দুপুরের বৃষ্টি ক্ষণিকের বাঁধ সেধেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আবার স্বাভাবিক হয় প্রকৃতি, জমে ওঠে দর্শনার্থীদের ঘোরাঘুরি। বুধবার রাজধানী ঢাকার জাতীয় জাদুঘর, স্বাধীনতা জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান ঘুরে দেখা যায়, সবখানেই দর্শনার্থীদের ভিড়। বেড়াতে আসা মানুষদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের ঈদ উদযাপন নিয়ে। মিরপুর থেকে জাতীয় জাদুঘরে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিলেন মারুফ হাসান। তিনি বলেন, আমার বাবা-মা আমাকে ছোটবেলায় জাতীয় জাদুঘরে ঘুরতে নিয়ে এসেছিলেন। তাই আজ আমিও আমার সন্তানদের এখানে নিয়ে এসেছি। বাচ্চাদের জাদুঘরে নিয়ে আসাটা খুবই জরুরি। যেটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি। জাদুঘরে আসলে একটা দেশের অতীত থেকে বর্তমান বোঝা যায়, জানা যায়। তিনি আরও বলেন, এখন ঢাকার যেকোনও জায়গায় বেড়াতে যাওয়া যায়, কারণ রাস্তা ফাঁকা। যদিও আমি এখানে এসেছি মেট্রোরেলে করে। বাচ্চাদের নিয়ে একসঙ্গে মেট্রোরেলেও ভ্রমণ হয়ে গেলো। ভালোই গেলো দিনটা। বাবা-মায়ের সঙ্গে স্বাধীনতা জাদুঘর বেড়াতে এসেছিল শিশু তাসফিয়া। তাসফিয়া বলে, এই জাদুঘরটা খুবই সুন্দর। মাটির নিচে এতো সুন্দর একটা জায়গা আগে কখনও দেখিনি, আর এখানে আগে আসিওনি। এখানে মুক্তিযুদ্ধের অনেক কিছু আছে। বাবা আমাকে বুঝিয়ে দিয়েছে। এসময় তাসফিয়ার বাবা তানভীর হোসেন বলেন, ও আমাকে স্কুল বন্ধ হওয়ার পর থেকেই বলছে এই জাদুঘরে নিয়ে আসার কথা। স্কুলের কোনও বন্ধুর কাছে শুনে এখানে আসার জন্য অস্থির হয়ে ছিল, তাই আজ নিয়ে আসলাম। স্বাধীনতা জাদুঘরের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও দেখা যায় তরুণ-তরুণীদের উপস্থিতি। উন্মুক্ত জায়গায় বসে দলে বেঁধে আড্ডা দিচ্ছেন তারা। এসময় কথা হয় এমনই আড্ডারত একটি দলের সঙ্গে। তারা বলেন, আমরা সবাই একই বিশ্ববিদ্যালয়ে পড়ি। ঈদের পরে সবাই একসঙ্গে দেখঅ করার জন্য এখানে এসেছি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আমরা যতক্ষণ ইচ্ছা আড্ডা দিতে পারব। সোহরাওয়ার্দী উদ্যানের মতো একই চিত্র দেখা যায় চন্দ্রিমা উদ্যানেও। সবুজের সান্নিধ্য পেতে অনেকেই বেড়াতে এসেছেন চন্দ্রিমা উদ্যানে। কেউ ছবি তুলে বেড়াচ্ছেন, কেউবা মজেছেন আড্ডায়। এভাবেই নিজেদের মতো করে সময় পার করছেন বেড়াতে আসা দর্শনার্থীরা। এসময় কথা হয় শ্যামলী থেকে বেড়াতে আসা জাহিদ হাসানের সঙ্গে। তিনি বলেন, বাসার কাছে এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর। পর্যাপ্ত বাতাস থাকে, অনেক গাছপালা আছে। আর আজ ওয়েদার এমনিতেই খুব সুন্দর, মেঘলা। তাই আমরা বন্ধুরা মিলে এসেছি আড্ডা দিয়ে সময় কাটাতে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা