আজ শেষ কক্ষপথ পরিবর্তন করবে আদিত্য এল-১ – দৈনিক গণঅধিকার

আজ শেষ কক্ষপথ পরিবর্তন করবে আদিত্য এল-১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:২৪
পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে সূর্যের দিকে আরও এগিয়ে গেল ভারতের ইসরোর সৌরযান আদিত্য-এল১। গত বৃহস্পতিবার গভীর রাতে আরও একটি কক্ষপথ বদলে ফেলেছে যানটি। ইসরো জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মহাকাশযানটি তার চতুর্থ বার কক্ষপথ বদল করেছে। পঞ্চম কক্ষপথে পা রেখেছে সে। আর সূর্যের পথে আদিত্য-এল১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করবে আজ ১৯ সেপ্টেম্বর, রাত আড়াইটা নাগাদ। পৃথিবীর টান কাটাতে সেটিই হবে সৌরযানের শেষ ধাপ। চতুর্থ কক্ষপথ পেরুনোর ফলে আদিত্য-এল১-এর গতি আরও বৃদ্ধি পেয়েছে। বেড়েছে পৃথিবীর সঙ্গে দূরত্বও। এর আগে ৩, ৫ এবং ১০ সেপ্টেম্বর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথ সফলভাবে বদলে ছিল সৌরযান। শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছে, ‘সৌরযান সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে ফেলেছে। মরিশাস, বেঙ্গালুরু, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযানের ওপর নজর রাখা হচ্ছে।’ ইসরো জানিয়েছে, আদিত্য-এল১ এ মুহূর্তে ২৫৬ কিমি * ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে। এর অর্থ হলো, বর্তমান কক্ষপথটিতে পাক খেতে খেতে আদিত্য-এল১ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তার দূরত্ব হবে ২৫৬ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ১,২১,৯৭৩ কিলোমিটার। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন ভারতের এ মহাকাশ যান কার্যত পৃথিবীর মায়া কাটিয়ে সূর্যের দিকে আরও এগিয়ে যাবে। আর সেই মুহূর্তেরও অপেক্ষা করছে ইসরো। সূর্যকে নিয়ে গবেষণা চালাতেই এহেন অভিযান মহাকাশ সংস্থার। বিশেষ করে সূর্য ঝড়সহ একাধিক বিষয়কে পরীক্ষা করবে আদিত্য। পঞ্চম ধাপ অতিক্রমের মাধ্যমে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে পাঠিয়ে দেওয়া হবে যানটিকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টান কাটিয়ে ফেলার পর পৃথিবী এবং সূর্যের মধ্যে ল্যাগরেঞ্জ পয়েন্ট (এল১ পয়েন্ট)-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে যানটি। এর আগে আদিত্য-তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য জানাতে একটি সেলফি পাঠিয়েছিল। বলা হয়েছিল এর সব ক্যামেরাই ঠিকঠাক কাজ করছে। আদিত্য-এল ১ থেকে সূর্যের প্রথম ছবি ফেব্রুয়ারি বা মার্চে পাওয়া যাবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক