গাইবান্ধায় হত্যা মামলার মূলহোতাসহ আটক ২ – দৈনিক গণঅধিকার

গাইবান্ধায় হত্যা মামলার মূলহোতাসহ আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৪ | ১০:১৫
গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর রুবেল মিয়া (৬২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামিকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা পলাশবাড়ী উপজেলার বুজরুক বিষ্ণুপুর এলাকার মৃত আবু হাজী আবুল কাশেমের ছেলে আতিয়ার রহমান (৫৫) ও মধু মিয়া (৬৫)। শনিবার (২২ জুন) রাতে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ওইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে গাইবান্ধা সদরের মোল্লারচরের হাতিমারা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুবেল মিয়ার প্রতিবেশি হওয়ায় আসামিদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৭ জুন সন্ধ্যার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরের দিন দুপুর ১টার দিকে রুবেল মিয়া বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পলাশবাড়ী উপজেলার বুজরুক বিষ্ণুপুরের বোর্ড বাজার এলাকায় আসামিরা ধারালো ছোরা, কাঠের বাতা দিয়ে রুবেল মিয়ার মাথায় স্বজোরে আঘাত করে রক্তাক্ত কাটা জখম করে। এসময় অন্যান্যরাও গুরুত্বর রক্তাক্ত জখম হয়। পরে আহত রুবেল মিয়াকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুন সকাল ১১ টার দিকে মারা যান রুবেল মিয়া। এ ঘটনায় নিহতের বড় ভাইয়ের স্ত্রী বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। এর পর থেকে ওই আসামিরা আত্মগোপনে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর হাতিমারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় ওই হত্যা মামলার মূলহোতা আতিয়ার রহমান ও ২নং আসামি মধু মিয়াকে গ্রেফতার করা হয়। মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতাররা ওই মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আসামিদেরকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা