গুলিসহ পিস্তল চুরি এসআই ক্লোজড – দৈনিক গণঅধিকার

গুলিসহ পিস্তল চুরি এসআই ক্লোজড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১:২১
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার (০৬ মে) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। এর আগে সোমবার বিকালে ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চারতলার বাসা থেকে রাকিব উদ্দিনের সরকারি পিস্তল ও গুলি চুরি হয়। ওই দিন সন্ধ্যায় রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়। রাকিব উদ্দিন জানান, ফরিদগঞ্জ থানা থেকে ১০০ গজ দূরে আবাসিক চারতলা একটি ভবনের চারতলার এক ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি। সোমবার দুপুরে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। বিকালে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাব এলোমেলো অবস্থায় দেখতে পান। ফ্ল্যাটের তালা ভেঙে বাসার ভেতরে ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। ফরিদগঞ্জ থানার ওসি বলেন, ‘এসআই রাকিব ওই ভবনের চারতলার উত্তর পাশের একটি ফ্ল্যাটে একাই থাকেন। ভবনের বেশিরভাগ ফ্ল্যাটে পুলিশ সদস্যরা ভাড়া থাকেন। ভবনটির উত্তরে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আছে। সোমবার দুপুরে বা বিকালে চোরের দল বাসার তালা ভেঙে দুটি ম্যাগাজিনে ১৬টি গুলিসহ একটি ৯ এম এম তরাশ পিস্তল ও ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করে। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারে কাজ করছে।’ খবর পেয়ে সোমবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, পিবিআই পুলিশ সুপার এস এম মোস্তাইম, সিআইডি ও ডিবির দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, ‘এ ঘটনায় এসআই রাকিবকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করার পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারে কাজ করছে পুলিশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের