
তৌফিক হাসান তানজীম
আরও খবর

শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক

বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের

নিখোঁজ সংবাদ

মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

৩ দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্রী সাবরিনা ইসলাম আবৃতির

মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ডুবে গেল ট্রলার
গোসলে নেমে নিখোঁজ, সোহানার খোঁজ মিললো সাবেক স্বামীর বাসায়

কুষ্টিয়া কুমারখালী বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম থেকে নিখোঁজ তরুণীর খোঁজ পাওয়া গেলো তার সাবেক স্বামীর বাসায়। নিখোঁজের ১০ দিন পর কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ সোহানার সাবেক স্বামী ও তার আপন খালাতো ভাই কুতুবউদ্দিনের বাসায় সোহানাকে পাওয়া গেছে বলে জানিয়েছেন তার বাবা গোলাম মাওলা। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মাথায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
ডিভোর্সের পর থেকে তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। তারি পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন এলাকাবাসী। সোহানারা (১৮) বাঁশগ্রাম গ্ৰামের গোলাম মাওলার মেয়ে।
সোহানা নিখোঁজের পর থেকে মা শিরিনা খাতুন অসুস্থ হয়ে পড়েছিলেন। মেয়ে বেঁচে আছে শুনে তার মন শান্ত হলেও। এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।
সোহানার বাবা গোলাম মাওলা বলেন, বুধবার আমার মেয়ে সোহানা ফোন করে বলেন, আমি ঢাকায় কুতুবউদ্দিন এর কাছে আছি। কোন চিন্তা করোনা। গত (২০ জুলাই) কালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে জামা কাপড় দেখে ধরনা করেছিলাম মেয়ে পানিতে ডুবে মারা গেছে। এই ঘটনায় প্রায় চার ধরে নদীতে খোঁজাখুঁজি করি। এখন শুনতে পেলাম মেয়ে আমার তার আগের স্বামীর কাছে আছে। এখন আর কি বলবো কিছুই বলার নেই।
উল্লেখ্য, গত (২০ জুলাই) কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।নিখোঁজের ঘটনায় নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারিনি। বিষয়টি নিয়ে এলাকায়
কুমারখালী থানারপুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, মেয়েটি বেঁচে আছে এবং ঢাকায় আছে শুনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।