চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ মামলায় ৪ আসামি রিমান্ডে – দৈনিক গণঅধিকার

চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ মামলায় ৪ আসামি রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৪ | ৮:৪৪
সিলেট থেকে চট্টগ্রামগামী চলন্ত ট্রেন উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ করতে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে নেওয়া আটককৃত ৪ জন হলো ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভাদেশ্বরা এলাকার মো. বাছির মিয়ার ছেলে মো. জামাল (২৯), জামালপুরের ইসলামপুরের কুলকান্দি মধ্যপাড়ার আব্দুল আজিজের ছেলে মো. রাশেদুল হক (২৮), জামালপুরের সরিষাবাড়ীর কুমারপাড়ার মো. জামাল উদ্দিনের ছেলে মো. শরিফ মিয়া (২১) ও নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুরের গোলাম নবীর ছেলে আব্দুর রব রাসেল (২৮)। তারা সবাই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের কর্মী। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত ৪ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।’ মামলার এজাহারে বলা হয়, ওই তরুণী ২৫ জুন সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে উঠেন। টিকিট না পেয়ে খাবার বগির একটি সিটে বসেন। এরপর ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের চার কর্মী তাকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে অনেক যাত্রী তাদের নিষেধ করেছিল। ভোরের দিকে খাবার বগিতে লোকজন কমে গেলে ওই তরুণীকে ধর্ষণ করে তারা। বিষয়টি রেলের অন্য যাত্রীরা জানার পর দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। ২৬ জুন সকালে ভুক্তভোগী মামলা করলে জামাল, শরিফ ও রাশেদকে ওই ট্রেন থেকে আটক করে রেলওয়ে পুলিশ। পরদিন আব্দুর রবকে নোয়াখালী থেকে আটক করা হয়। এ ঘটনায় ট্রেনটির পরিচালক (গার্ড) আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। সেইসঙ্গে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। ঘটনার পরদিন রাতেই চট্টগ্রাম-সিলেট রুটে চলাচলকারী উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেসে খাবার সরবরাহকারী এস.এ করপোরেশনের ক্যাটারিং সার্ভিস স্থগিত করে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয় থেকে আদেশ জারি করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি