চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ঝুঁকি, যা বলছে পিসিবি – দৈনিক গণঅধিকার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ঝুঁকি, যা বলছে পিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৮
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে একজন দর্শক খেলার মাঠে প্রবেশ করেন। ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টে অতিউৎসাহী ভক্তদের মাঠে প্রবেশের ঘটনা প্রায়ই ঘটে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের নভেম্বরে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একজন ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারী নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশ করে এবং ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে আলিঙ্গন করেন, যা খেলায় সাময়িক বিঘ্ন ঘটায়। রাওয়ালপিন্ডির ম্যাচ চলাকালে এক দর্শক মাঠে প্রবেশ করে নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে আলিঙ্গন করার চেষ্টা করেন। তার হাতে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) প্রধান হাফিজ সাদ হুসেইন রিজভীর একটি ছবি ছিল। এ ঘটনার পর এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘গতকাল (সোমবার) মাঠে নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘনের যে ঘটনা ঘটেছে, তা পিসিবি গুরুত্ব সহকারে দেখছে। খেলোয়াড় এবং অফিসিয়ালদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ পিসিবি আরও জানায়, তারা স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা প্রতিটি ভেন্যুর চারপাশে নিরাপত্তা কর্মী বৃদ্ধি এবং প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, ‘যে ব্যক্তি নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘন করে মাঠে প্রবেশ করেছে, তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে, তাকে পাকিস্তানের সব ক্রিকেট মাঠে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।’ ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে পিসিবি নিরাপত্তা সংস্থা ও ভেন্যু কর্তৃপক্ষের সাথে কাজ করছে এবং নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা ও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও উল্লেখ করেছে পিসিবি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন