চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ঝুঁকি, যা বলছে পিসিবি – দৈনিক গণঅধিকার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ঝুঁকি, যা বলছে পিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৮
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে একজন দর্শক খেলার মাঠে প্রবেশ করেন। ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টে অতিউৎসাহী ভক্তদের মাঠে প্রবেশের ঘটনা প্রায়ই ঘটে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের নভেম্বরে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একজন ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারী নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশ করে এবং ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে আলিঙ্গন করেন, যা খেলায় সাময়িক বিঘ্ন ঘটায়। রাওয়ালপিন্ডির ম্যাচ চলাকালে এক দর্শক মাঠে প্রবেশ করে নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে আলিঙ্গন করার চেষ্টা করেন। তার হাতে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) প্রধান হাফিজ সাদ হুসেইন রিজভীর একটি ছবি ছিল। এ ঘটনার পর এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘গতকাল (সোমবার) মাঠে নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘনের যে ঘটনা ঘটেছে, তা পিসিবি গুরুত্ব সহকারে দেখছে। খেলোয়াড় এবং অফিসিয়ালদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ পিসিবি আরও জানায়, তারা স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা প্রতিটি ভেন্যুর চারপাশে নিরাপত্তা কর্মী বৃদ্ধি এবং প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, ‘যে ব্যক্তি নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘন করে মাঠে প্রবেশ করেছে, তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে, তাকে পাকিস্তানের সব ক্রিকেট মাঠে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।’ ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে পিসিবি নিরাপত্তা সংস্থা ও ভেন্যু কর্তৃপক্ষের সাথে কাজ করছে এবং নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা ও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও উল্লেখ করেছে পিসিবি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা