‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি ‍সুবিধা নিচ্ছে ভারত’ – দৈনিক গণঅধিকার

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি ‍সুবিধা নিচ্ছে ভারত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ‘হোম অ্যাডভান্টেজ’ নিয়ে সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান রিশি ভেন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তাদের দুবাই যেতে হবে তখন প্রোটিয়ারা ভারতের তুলনায় পিছিয়ে থাকবে। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ব্যাটসম্যান ডুসেন। তার মতে, একই ভেন্যুতে অনুশীলন ও বেশ কয়েকটি ম্যাচ খেলার সুবিধা ভারতকে এগিয়ে রাখবে। রিশি ভেন ডার ডুসেন বলেছেন, ভারত আইসিসি থেকে বাড়তি সুবিধা নিচ্ছে। পাকিস্তানও এটি নিয়ে কথা বলেছে। আমি মনে করি এটি পুরোপুরি সত্যি। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগে করাচি থেকে ভেন ডার ডুসেন বলছিলেন, ‘আপনি যদি একই জায়গায় থাকেন, একই হোটেলে থাকেন, একই অনুশীলন সুবিধা ব্যবহার করেন এবং একই মাঠে বারবার খেলা নিঃসন্দেহে বাড়তি সুবিধা।’ ডুসেন আরও বলেছেন, ‘যে দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল বা ফাইনালে খেলবে, তারা একেবারে নতুন কন্ডিশনে খেলবে, কিন্তু ভারত সেই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত থাকবে। ফলে তাদের জন্য এটি সুবিধাজন।’ চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ‘হাইব্রিড মডেলে’ অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না গিয়ে তারা তাদের ম্যাচগুলো দুবাই খেলছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আয়োজন করা হয়েছে। পাকিস্তানও ২০২৭ সাল পর্যন্ত যে কোনও ভারতীয় আসরের জন্য একই সুবিধা পাবে। পাকিস্তান কোচ আকিব জাভেদ অবশ্য মনে করেন, কেবলমাত্র ভারতের দুবাইতে খেলার সুবিধাই তাদের জয় এনে দেয়নি। আকিব জাভেদ বলেন, ‘হ্যাঁ, একই মাঠে বারবার খেললে সুবিধা হয়। কিন্তু আমরা শুধু এই কারণেই হারিনি, এবং ভারতও এখানে দশটা ম্যাচ খেলে ফেলেনি।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স কামিন্স বলেছেন, ‘আমি মনে করি, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া ভালো ব্যাপার, তবে ভারত যে সব ম্যাচ এক ভেন্যুতে খেলছে, তা তাদের জন্য বিশাল সুবিধা। তারা এমনিতেই শক্তিশালী দল, এরপর এই সুবিধাও তাদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।’ ডুসেন বলেন, ‘আমাদের দলে সবরকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতা আছে। ফলে আমরা যেখানে খেলব, সেখানেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারব।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন