জেলা প্রশাসকের কাছে চাঁদা দাবি প্রসঙ্গে রংপুরে বিএনপির সংবাদ সম্মেলন – দৈনিক গণঅধিকার

জেলা প্রশাসকের কাছে চাঁদা দাবি প্রসঙ্গে রংপুরে বিএনপির সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৪ | ২:৫৪
দেশের চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর বিএনপি। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয় সেখানে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর এক শ্রেণির দুবৃর্ত্ত ছাত্র জনতার গৌরবময় অর্জনকে ধ্বংস করার জন্য এবং দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্থাপনা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসন্ত্রাস করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে লুটতরাজ করছে। সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের নানান রকম হুমকি-ধমকি দিয়ে বিজয়কে ম্লান করার অপচেষ্টা করছে। এসব হীন চক্রান্তে লিপ্ত থাকার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসব দুর্বৃত্তদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তারা। সেই সং নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য দলমত নির্বিশেষে সব পেশার মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করারও আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুন্নবী ডন বলেন, রংপুর মহানগরীর যেখানেই নৈরাজ্য হবে সেই এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের দায়ী করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেওয়া হয়। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি এসব নৈরাজ্যকর কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রজনতার বিজয়কে ম্লান করার অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, রংপুরের জেলা প্রশাসককে কল করে চাঁদা দাবি করা হয় বিষয়টি জানার পর খোঁজ নিয়ে দেখা গেছে, সেই ব্যক্তি ছাত্র বা কোনও দলের নেতাকর্মী নন। একইভাবে নগরীর এনআরবিসি ব্যাংকের ম্যানেজারের কাছে ব্যাংকের চেয়ারম্যানের নম্বর চায় এক ব্যক্তি- বিষয়টি জানতে পেরে যুবদলের জেলা সভাপতিকে সেখানে পাঠানো হলে ওই যুবককে ডেকে দেখা যায় সে আদালতের মুহুরি। এভাবে কিছু দুবৃর্ত্ত এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। নেতৃবৃন্দ বলেন, সনাতন ধর্মাবলম্বীর নেতাদের নিয়ে পশুরাম থানা এলাকার সনাতনদের বাড়িতে বাড়িতে গিয়ে জানতে পারলাম কয়েকজন যুবক তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তাদের নাম ঠিকানা নিয়ে জানা গেলো, কেউ ডাব বিক্রি কেউ আলু পটলের ব্যবসা করে। আমরা সবাইকে আশ্বস্ত করছি, নৈরাজ্য সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন গাংনীতে ৩ প্রতিষ্ঠানে ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দৌলতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন মুরাদনগরে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন সিআইপি নির্বাচিত হলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার