নওগাঁর সবগুলো কেন্দ্রই প্রায় ভোটারশুন্য – দৈনিক গণঅধিকার

নওগাঁর সবগুলো কেন্দ্রই প্রায় ভোটারশুন্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ৩:২০
উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর এই ৩টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে একযোগে এই ৩ উপজেলার ৩২৯ টি ভোটকেন্দ্রে ২৪০২ টি বুথে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে ভোট গ্রহণের শুরু থেকেই নওগাঁ সদর উপজলার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। জানা গেছে, একই চিত্র বাঁকি দুই উপজেলা মান্দা ও মহাদেবপুরেও। নওগাঁ শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ব্যাপক নিরাপত্তা নেয়া হলেও ভোটারের উপস্থিতি নেই। কয়েক মিনিট পর পর ২-১ জন ভোটার আসছেন আর ভোট দিয়ে চলে যাচ্ছেন। নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কামরুল হাসান জানান, পুরুষ কেন্দ্র এটি। মোট ভোটার ২৬৭৬ জন। বেলা ১০ টা পর্যন্ত মোট ভোটার ভোট দিয়েছেন ৫২ জন। ঘণ্টায় মাত্র ২৬ জন ভোট দিয়েছেন। নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আইনুল হক সকাল ১০ টায় জানান, নারী-পুরুষ মিলে ১৯২৩ ভোটার। ২ ঘণ্টায় ভোট দিয়েছেন ৪৫ জন। নওগাঁ জিলা স্কুলের নারী ও পুরুষ কেন্দ্র রয়েছে। পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজমুল হক সকাল ১০ টায় জানান, ১৭১৬ ভোটারের মধ্যে ২ ঘণ্টায় ভোট দিয়েছেন ৩৫ জন। এদিকে সংশ্লিষ্টা ও স্থানীয়রা দাবি করেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পাবে। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ প্রার্থীসহ মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলা মোট ভোটার ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক