
নিউজ ডেক্স
আরও খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি

নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে?

ভিপি নুরকে নিয়ে ডিএনসিসির অভিযোগ সত্য নয়: গণঅধিকার পরিষদ

‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু

‘দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়’

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ, রয়েছে যেসব সংগঠন
নরসিংদীতে প্রতিদ্বন্দ্বীর কর্মী-সমর্থকদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ও তার সমর্থকদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া (৪০) নিহত হয়েছেন। তিনি চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। বুধবার (২২ মে) বিকালে উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (এএসপি) রায়পুরা সার্কেল আফসান-আল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে পাড়াতলী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি প্রচারণা চালান সুমন মিয়া। ওই এলাকায় অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল ও সুমনের সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে সুমন মিয়াসহ উভয় পক্ষের বেশকিছু কর্মী সমর্থক আহত হন। তার সঙ্গে থাকা কর্মীদের সহায়তায় সুমন স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন। পুলিশ তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, সুমন মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার কর্মী-সমর্থকরা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রায়পুরা উপজেলায় নিহত সুমন মিয়া তালা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।