ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার – দৈনিক গণঅধিকার

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ | ১০:৪৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণ ও তরুণীকে তুলে নিয়ে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে এক নারীসহ তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার রাত নয়টার দিকে দাপা ইদ্রাকপুর এলাকার সাহারা সিটি বালুর মাঠে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন শামীমা খানম সোনিয়া (৪০), তৌছিফ আহম্মেদ (২০) ও সিয়াম আহম্মেদ (২০)। তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও নিজস্ব পেশা পরিচয়ে ব্যবহৃত একটি কার্ড উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় তাঁদের সহযোগী সোহাগ (২৫) পালিয়ে যান।
ভুক্তভোগী ইব্রাহিম নিঝুম ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলায় বলা হয়, শনিবার সন্ধ্যায় ভূইগড় রূপায়ন টাউনের সামনে থেকে রিকশায় করে চাষাড়া যাওয়ার পথে কয়েকজন পথ আটকে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। পরে কৌশলে তাঁকে ও তাঁর বান্ধবীকে অটোরিকশায় তুলে দাপা এলাকার বালুর মাঠে নিয়ে যান। সেখানে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারায় তাঁদের মারধর করা হয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।
মুক্তিপণের খবর পরিবারে পৌঁছালে তাঁরা ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজন বিষয়টি বুঝে তিনজনকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় কয়েকজন বলেন, এই চক্রটি বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে ডিবি পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছে। পঞ্চবটি, পাগলা, তল্লা ও রুসেন হাউজিং এলাকায় তাঁদের বিরুদ্ধে কয়েকটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, কয়েক জায়গায় ফ্ল্যাটে গিয়ে দম্পতিকে মারধর করে স্বর্ণালংকার ও টাকা লুট করে তারা।
গ্রেপ্তারের পর থানায় তথ্য নিতে গেলে কয়েকজন গণমাধ্যমকর্মীর সামনে পুলিশ কর্মকর্তাকে হুমকি দেন শামীমা ও তাঁর সহযোগীরা। সাংবাদিকদেরও ভয়ভীতি দেখানো হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সোহাগকে ধরতে অভিযান চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার খালেদা জিয়ার বিদেশযাত্রার পরিস্থিতি নেই, স্বাস্থ্য বিবেচনায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত