বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সৈকতে মানুষের জোয়ার – দৈনিক গণঅধিকার

বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সৈকতে মানুষের জোয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৪
বছরের শেষ সূর্যাস্ত দেখতে এবং শীতের হিমেল হাওয়া এড়িয়ে সমুদ্রের উষ্ণতার খোঁজে কক্সবাজারে ভিড় করছেন বিপুলসংখ্যক পর্যটক। থার্টিফার্স্ট নাইটকে ঘিরে সমুদ্রসৈকতে যেন মানুষের জোয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ। সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন স্পট পর্যটকদের পথচারণায় মুখর হয়ে উঠেছে। এতে খুশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে, পর্যটকদের স্বাগত জানাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। ২০২৪ সালকে বিদায় আর ২০২৫ সালকে স্বাগত জানাতে কক্সবাজারে এখন মানুষ আর মানুষ। সেই সঙ্গে যোগ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ছুটি। সব মিলিয়ে পর্যটকে ভরপুর এখন কক্সবাজার। সব বয়সের মানুষের পদচারণায় সৈকত পরিণত হয়েছে মিলনমেলায়। সৈকতে এসে আগত পর্যটকরা জানালেন, তাদের ভালোলাগার কথা। কক্সবাজারে পরিবার নিয়ে ঢাকা থেকে আসা দম্পত্তি জাহেদ চৌধুরী ও মুন জানান, প্রায় এক মাস আগে তারা হোটেল বুকিং করেছেন। প্রতিবারই এ সময়টা পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। একই কথা জানালেন রাজশাহী থেকে আসা পারভেজ আলম। তিনি বলেন, ‘আজ রাত ১২টা ১ মিনিটে আতশবাজি ফুটিয়ে থার্টিফার্স্ট নাইট পালন করবো। এই দিনটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি। আজকে সপরিবারে দিনটি পালন করবো।’ পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এবারও কক্সবাজারে থার্টিফার্স্ট নাইট উদযাপনে থাকছে না কোনও ওপেন কনসার্ট। বিভিন্ন তারকামানের হোটেলে গেস্টের জন্য ইন্ডোরে রয়েছে নানা আয়োজন। দেশের একমাত্র ফিস অ্যাকুরিয়াম ‘রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড’ সেজেছে নতুন আঙ্গিকে। ব্যবসায়ীরা বলছেন, বিপুল পরিমাণ পর্যটক আগমনে খুশি তারা। কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান বলেন, ‘আজ অন্যান্য সময়ের চেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। এজন্য অনেক ভালো লাগছে।’ কক্সবাজারের বৃহত্তর বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রহমান বলেন, ‘বিপুল পরিমাণ পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন। যাতে কোনও পর্যটন ব্যবসায়ী অবৈধভাবে অতিরিক্ত টাকা নিতে না পারে সেজন্য সজাগ রয়েছি।’ এদিকে, পর্যটকদের নিরাপত্তা দিতে কঠোর অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার সমুদ্রসৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন স্পটে মোতায়েন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘বিপুল পরিমাণ পর্যটক এখন কক্সবাজার ভ্রমণে এসেছেন। তাদের নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সজাগ রয়েছে।’ দেশের পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে নতুন বছরে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন পর্যটন সংশ্লিষ্টরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা