বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি, ব্যানারে লেখা ‘৪৭-৭১-২৪’ – দৈনিক গণঅধিকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি, ব্যানারে লেখা ‘৪৭-৭১-২৪’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:২০
মহান বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের পতাকা, বিজয় রঙের পোশাক ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য বিজয় র‍্যালি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার থেকে র‍্যালি শুরু হয়েছে। এটি সুপ্রিম কোর্ট শাহবাগ ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।র‍্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশ নেওয়ারা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার ১৯৪৭, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্তির স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের নানা ব্যানার প্রদর্শন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লেখা হয়েছে- ‘আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪।’র‍্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেলসহ নির্বাহী কমিটি, দপ্তর ও মিডিয়া সেলের সদস্য, সমন্বয়করা অংশ নিয়েছেন।র‍্যালির প্রথম অংশে রয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। এদের অনেককে ব্যান্ডেজ পরিহিত দেখা গেছে। দ্বিতীয় সারিতে মেয়েরা রয়েছেন, তাদের হাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি রাখা হয়েছে।এর আগে আজ সকাল থেকে শহীদ মিনারে উচ্ছ্বসিত জনতার ভিড় দেখা যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে মাদ্রাসা ছাত্র, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ দলবেঁধে শহীদ মিনারে জড়ো হতে থাকেন। কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন বিজয় র‍্যালিতে।সরেজমিনে দেখা যায়, র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগানে সরগরম হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।বিজয় দিবস উপলক্ষ্যে অনেকেই পরেছেন লাল-সবুজ রঙের পোশাক। কেউ কেউ গালে একেঁছেন বাংলাদেশের পতাকা। কেউ বেঁধেছেন মাথায়। অনেকেই এসেছেন শিশুদের সঙ্গে নিয়ে। তাদের মাথায় ফুল। গালে বাংলাদেশের পতাকা আঁকা। হাসি-আনন্দে উচ্ছ্বসিত সবাই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা ঋত্বিক ঘটকের ভাঙা বাড়িতে জন্মশতবর্ষ উদযাপন কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক