ভূমি অধিগ্রহণে বাড়তি অর্থ ব্যয়ে সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর – দৈনিক গণঅধিকার

ভূমি অধিগ্রহণে বাড়তি অর্থ ব্যয়ে সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:২৭
প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণে যাতে বাড়তি ব্যয় না হয়, সেজন্য সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন থেকে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আগেভাগেই ওই এলাকার ছবি তুলে রাখতে হবে। এতে যে স্থান অধিগ্রহণ করা হবে, সেখানে যাতে কেউই হঠাৎ করে বাড়িঘর করতে না পারে। বাঁশ, ইট বা টিন দিয়ে ঘর বানিয়ে যাতে বাড়তি অর্থ নিতে না পারে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশ দেন তিনি। এছাড়া চাঁদপুর মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটসহ ১৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান। ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, ভুল নকশায় নিচু সেতু করায় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেতু নিচু হওয়ায় এখন মাঝখানে ভেঙে আবার নতুনভাবে তৈরি করতে হচ্ছে। এর সঙ্গে অর্থ ও সময় দুটোরই ক্ষতি হচ্ছে। এজন্য সেতু নির্মাণে সঠিক নকশা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, কোথাও সেতু নির্মাণ করতে হলে সঠিক সম্ভাব্যতা সমীক্ষার পর নকশা ঠিকমতো করে তারপরই করতে হবে। ‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্প অনুমোদন দিতে গিয়ে এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোলার প্যানেল তৈরির ক্ষেত্রে সঠিক উচ্চতা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। কারণ, সেখানে নিচে যাতে প্রচুর আলো-বাতাস চলাচল করতে পারে। প্যানেলের নিচে যাতে ফসল চাষ করা যায়। এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা যেসব প্রকল্প উদ্বোধন করছি, এগুলো অনেক আগে শুরু হয়েছে। এখন শেষ করা হচ্ছে। এখানে নির্বাচনের কোনো বিষয় নেই। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। তাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। সেজন্য যদি ভোটারদের সন্তুষ্ট করতে চায়, সেখানে দোষের কিছু নেই। বিশ্বের সব দেশেই এটা হয়। তবে আমরা কোনো নির্বাচনি প্রকল্প হাতে নিচ্ছি না। যেমন: ভারতে ভোটের আগে তরুণদের জন্য নির্বাচনি প্রকল্প নেওয়া হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এবং পরিসংখ্যান তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন উপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা