ষড়যন্ত্র করে, প্ল্যান করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে: সারজিস আলম – দৈনিক গণঅধিকার

ষড়যন্ত্র করে, প্ল্যান করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫২
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে পঞ্চগড় সরকারি কলেজ অডিটোরিয়াম হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। সারজিস বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে মনে করি, সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন, অবস্থান যেমন- এটা কখনও সাধারণভাবে বা ন্যাচারালি বা দুর্ঘটনাবশত আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, ষড়যন্ত্র করে, প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে। আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন- এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি যারা সরকারে প্রতিনিধিত্ব করছে- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তারা এই অভ্যুত্থানে রাজপথ থেকে লড়াই করেছে, তারা স্পিরিটটা বুকে ধারণ করে খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালালি করেছে, অন্যায়-অপকর্ম, দুর্নীতি করেছে- সেসবের ফাইলগুলো তারা যখন বিভিন্নভাবে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয়ে এরকম একটি প্ল্যান করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের জায়গা থেকে জাস্ট একটি জিনিস মনে করি, আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের এবং অন্তর্বর্তী সরকারকে যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল- আমরা এখন পর্যন্ত সেটা হতে পারিনি। আমরা আসলে বেশি ভাল সাজতে গিয়েছি, সুশীল হতে গিয়েছি, সুযোগ দিতে গিয়েছি। কিন্তু যাদের রক্তে দালালি, যাদের রক্তে দাসত্ব, যারা এত বছরের অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনও লাভ নেই।’ সারজিস আলম বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে মনে করি, অন্তর্বর্তী সরকারে আমাদের যারা প্রতিনিধি রয়েছে, আমরা যারা রাজপথে রয়েছি আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার। সচিবালয় কিংবা আমলাতন্ত্র অথবা বাংলাদেশের যেকোনও সরকারি অফিস হোক- কেউ যদি বিন্দুমাত্র অন্যায়-অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এগুলোর সঙ্গে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে। এই সুযোগ আর দেওয়া যাবে না। ওই তিন, চার, পাঁচই আগস্টে যারা খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তারা এখনও কীভাবে সচিবালয়ে বসে অফিস করে।’ তিনি বলেন, ‘এই অভ্যুত্থান যদি সফল না হতো, তাহলে ওই খুনি শেখ হাসিনার দোসররাই আমরা যারা আন্দোলন করেছি সবাইকে জেলে ভরার জন্য সর্বাত্মক সহযোগিতা করতো। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, যারা এতদিন বছরের পর বছর ধরে ব্যক্তি স্বার্থকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে- এসব তোষামদকারী দালাল, দাসদেরকে ওই চেয়ার থেকে অবিলম্বে অপসারণ করতে হবে। আগামীর বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হবে অলরেডি হচ্ছে। এগুলোকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে না পারি, তাহলে ওই খুনিদের পদচারণা আবার বাংলাদেশে দেখা যাবে।’ সারজিস আরও বলেন, ‘সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্ত করে তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং এরকম ঘটনা আর যেন না হয় সেটার জন্য অন্তর্বর্তী সরকার এবং রাজপথে যারা রয়েছে তাদেরকে তাদের জায়গা থেকে সর্বোচ্চ যেই ভূমিকা পালন করা দরকার।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা