নিউজ ডেক্স
আরও খবর
ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে
অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার
সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে
স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র্যাব
পুলিশ, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিককে হত্যার বিষয়ে যা জানা গেল
সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে যা জানা যাচ্ছে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন
সচিবালয়ে আগুন প্রসঙ্গে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের বিবৃতি
জাহাজে ৭ জনকে হত্যা ও বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতামূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
শনিবার (২৮ ডিসেম্বর) বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক এ বি এম আব্দুস সাত্তারের সই করা গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিনে একটার পর একটা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে চলছে। নোঙ্গর করা জাহাজে ৭ জনকে হত্যা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা দিয়ে ৬ আরোহীর মৃত্যু, সর্বোপরি রাষ্ট্রের হৃদপিণ্ড বা প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সচিবালায়’-এ অগ্নিকাণ্ড। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে বন্ধ সচিবালয়ে রাতের বেলায় অতি গুরুত্বপূর্ণ ৭ নম্বর ভবনে একসঙ্গে তিনটি পয়েন্টে আগুন। ভবনের ৮ তলায় আগুনে পুড়ে মারা যাওয়া কুকুরের দেহ পড়ে থাকতে দেখা যায়। যত সব অবিশ্বাস্য কাণ্ড। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে স্পষ্টতই বোঝা যায় এটি কোনও দুর্ঘটনা নয়। এ অগ্নিকাণ্ড নাশকতামূলক, ষড়যন্ত্রমূলক এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসর মন্ত্রী-সচিবদের অপকর্মের সাক্ষ্য-প্রমাণ বিনষ্ট করার জন্যই এমন একটি আর্ন্তঘাতমূলক কাজ করা হয়েছে।
এতে বলা হয়, জুলাই-আগস্ট বিপ্লবে স্বৈরাচার সরকারের পতন হয়েছে বটে, কিন্তু তাদের সহযোগী ও সুবিধাভোগী-দলবাজ, দুর্নীতিবাজ কর্মকর্তা- কর্মচারীরা জনপ্রশাসনে তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান মন্ত্রণালয় হতে শুরু করে সব বিভাগ ও দফতরে রয়ে গেছে। আমাদের পক্ষ থেকে ৫ আগস্টের পর হতে সরকারের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণ/ অব্যাহতি/ বরখাস্ত করে তদন্তপূর্বক শাস্তির আওতায় আনার এবং দক্ষ, সৎ, কর্মঠ ও দেশপ্রেমিক দল নিরপেক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নতুন করে জনপ্রশাসন সাজানোর আহ্বান জানানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। ফলে ফ্যাসিস্টদের জন্য নাশকতামূলক কাজ করে দেশকে অস্থিতিশীল ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুর্নীতি ও লুটপটের সাক্ষ্য-প্রমাণ ধ্বংস করা সহজ হচ্ছে। তারা তাদের প্রভুদের নির্দেশনা মতো এখনও কাজ করে যাচ্ছে।
ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এক্ষেত্রে আমাদের বক্তব্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিশেষ ও বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হোক। প্রয়োজনে বিদেশি (ভারত ব্যতীত) বিশেষজ্ঞ নিয়োগ করে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। দোষী ব্যক্তি ও তাদের সহযোগী ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এতে আরও উল্লেখ করা হয়, বারবার এমন নাশকতামূলক কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে অবিলম্বে স্বৈরাচারী হাসিনা সরকারের দোসরদের চিহ্নিত করে চাকরি থেকে অব্যাহতি/ অবসর/ অপসারণ করা হোক। যাদের কারণে এসব চিহ্নিত দালাল দোসররা এখনও বহাল তবিয়তে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের চেতনাধারী দক্ষ, সৎ, কর্মঠ, দল নিরপেক্ষ, সাহসী ও দেশপ্রেমিক কর্মকর্তা-কর্মচারীদের জনপ্রশাসনের সব মন্ত্রণালয়/ বিভাগ/ দফতরে নিয়োগ দিয়ে জনপ্রশাসনকে নতুনভাবে সাজানোর জোর দাবি জানাচ্ছি।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।