
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে অনুপ্রবেশকারী মারুফ মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তার অন্য সহযোগীরা তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে তিনি মারা যান।
এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুরের উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত মারুফ জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান (পিএসসি) জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে সীমান্ত পথ ব্যবহার করে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এ সময় খাসিয়াদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হলে ওই নৃগোষ্ঠীর একজন তার একনলা বন্দুক দিয়ে মারুফের শরীরে গুলি করেন। পরে তাকে তার সঙ্গীরা আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন এবং পরিবারের সদস্যরা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজিবি সূত্র জানায়, ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি পাঠায় ও অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।