হঠাৎ মিরপুর স্টেডিয়ামে তামিম – দৈনিক গণঅধিকার

হঠাৎ মিরপুর স্টেডিয়ামে তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ৫:২৩
তামিম ইকবাল হঠাৎ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হয়েছেন। এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা, এরপর ফিরে আসা এবং ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘটনার পর এই প্রথম আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে এলেন তামিম। জাতীয় দলের অন্য ক্রিকেটাররা যখন ফিটনেস নিয়ে কাজ করছিলেন, তখন তামিম মাঠে এসে গেলেন বিসিবির মেডিকেল বিভাগে। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে কিছু সময় কাটিয়ে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার। দুএক দিনের মধ্যেই তামিমের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হওয়ার কথা। লন্ডনে কোমরের চোটের চিকিৎসা করিয়ে গত ৩১ জুলাই দেশে ফিরেছেন তামিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তামিমের এক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম নেওয়ার কথা। পরের এক সপ্তাহ একটু একটু করে ফিটনেস এবং পুনর্বাসনের কাজ শুরু করবেন তিনি। এই কাজটা কী প্রক্রিয়ায় হবে, সেটা ঠিক করে দেবেন বিসিবির চিকিৎসক ও ফিজিও–ট্রেনাররা। বিসিবির এক সূত্র আজ সেটাই জানায়, ‘চিকিৎসা যা হওয়ার, তা তো হয়েছেই। এখন কীভাবে কী করতে হবে, তা জানিয়ে দিয়েছি।’ তামিমের পুনর্বাসনপ্রক্রিয়া ঠিকমতো হলে আগামী ১২ থেকে ১৪ দিন পর তিনি পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন। তামিম ইকবাল ও মুমিনুল হক, দুজনেরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এসেছে বিসিবি সভাপতির বাসভবনের গ্যারেজে চোটের কারণে তামিমকে ছাড়াই এশিয়া কাপ খেলতে হচ্ছে বাংলাদেশ দলের। ঝুঁকি নিলে তামিম হয়তো ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপ খেলতে পারতেন। কিন্তু মেডিকেল বিভাগ ও তামিমের যৌথ সিদ্ধান্তে এশিয়া কাপ থেকে খেলা হচ্ছে না এই অভিজ্ঞ ক্রিকেটারের। সব ঠিক থাকলে তামিম খেলায় ফিরবেন আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়ে। দুই দল সেই সিরিজে তিনটি ওয়ানডে খেলবে। সেই সিরিজ শেষে দুই দল যাবে ভারতের অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা ঋত্বিক ঘটকের ভাঙা বাড়িতে জন্মশতবর্ষ উদযাপন কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ