
নিউজ ডেক্স
আরও খবর

শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক

বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের

নিখোঁজ সংবাদ

মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

৩ দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্রী সাবরিনা ইসলাম আবৃতির

মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ডুবে গেল ট্রলার
২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ । সেটার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা দিচ্ছেন। তিনি দারিদ্র্য বিমোচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবায়ন করেছেন। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়নবাসীর মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন, শীতবস্ত্র ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, শেখ হাসিনা বাংলার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসেছেন আজকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন এবং করে চলেছেন। সাধারণ মানুষের উন্নয়নে, মা-বোনদের উন্নয়নে, তরুণ প্রজন্মের কীভাবে সুযোগ সৃষ্টি করা যায় সে লক্ষে কাজ করছেন এবং আগামী দিনে আরও কীভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় সে বিষয়ে কাজ করছেন। রংপুরের উন্নয়নে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো প্রায় বাস্তবায়ন হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে হবে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন প্রমুখ।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও স্কুলের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।