প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা – দৈনিক গণঅধিকার

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ৯:২৮
ঝালকাঠিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে বাদ আসর এ জানাজা অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মোকছেদ আলীর (৬৫) মেজ ছেলে। বার্ধক্যজনিত কারণে বুধবার (১ মার্চ) বিকেলে তিনি মারা যান। মামলা ও সংগঠন সূত্রে জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপির কার্যালয়ের সামনে জমায়েত হন নেতাকর্মীরা। মিছিল শেষে পদযাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সেখান থেকে সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশের করা মামলায় তাকে ৮ নম্বর আসামি উল্লেখ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে সিদ্দিকুর রহমানের বাবার মৃত্যু হলে পরিবারের সদস্যরা তার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আদালত তাকে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুবিনুল ইসলাম বলেন, ‘শত কষ্টের মধ্যে এটাই সান্ত্বনা যে সিদ্দিকুর রহমান অন্তত তার বাবার জানাজায় অংশ নিতে পেরেছেন। আমরা প্যারোলে মুক্তি না, সব নির্দোষ নেতাকর্মীদের বেকসুর খালাস ও মামলা প্রত্যাহার চাই।’ জেলা ছাত্রদলের সভাপতি আরিফুৃর রহমান খান বলেন, ‘এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। সিদ্দিক যে মামলার আসামি আমিও সে মামলার আসামি থাকায় জামিন নিতে ঢাকায় আছি। তাই তার বাবার জানাজায় অংশ নিতে পারিনি। তবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি সদস্য তার পাশে আছেন।’ এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মানবিক কারণে জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিতে তাকে সুযোগ দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা