চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন – দৈনিক গণঅধিকার

চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৩ | ৯:০৯
চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে রোববার। আসনটিতে এবার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হবে। উপনির্বাচনে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ইভিএম মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও এখনো কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনসহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে গেছে।মোট ১৫৬টি কেন্দ্রের ২০১টি বুথে ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এদিকে, বিএনপিসহ অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রার্থী না থাকায় অনেকটা নিরুত্তাপ নির্বাচন হতে যাচ্ছে আসনটিতে। এছাড়াও কয়েকমাস পর জাতীয় নির্বাচন হতে যাওয়ায় সবমিলিয়ে ভোটারের উপস্থিতিও কম থাকবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটার উপস্থিতি করাতে মরিয়া। ইতোমধ্যে দলটির নেতারা কর্মীদের ডেকে ভোটারের উপস্থিতি বাড়াতে নির্দেশনাও দিয়েছেন। এই উপনির্বাচনে ১ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন, আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা নিখোঁজ বিজ্ঞপ্তি তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের ব্যাগের ভেতর ছিল অজ্ঞাত ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ পুলিশ, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিককে হত্যার বিষয়ে যা জানা গেল গাজায় অনাহারে মৃত্যু ২০০ ছুঁইছুঁই ওসমানী মেডিকেল কলেজে হোস্টেল সংকট, শিক্ষার্থীদের ক্লাস বর্জন মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে যা জানা যাচ্ছে শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে আহত ২০, নিখোঁজ ১ শিশু তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২ কক্সবাজারে দালাল সিন্ডিকেট অভিযানে চারজনকে কারাদণ্ড প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন ব্রাক্ষণবাড়িয়া আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান বিদ্যুতায়িত হয়ে নিহত। শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার আবারও বাড়ল তেলের দাম