ভিডিওতে ইমরানকে না রাখায় পিসিবিকে যা বললেন ওয়াহাব রিয়াজ – দৈনিক গণঅধিকার

ভিডিওতে ইমরানকে না রাখায় পিসিবিকে যা বললেন ওয়াহাব রিয়াজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৩ | ৫:০৬
পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি ভিডিও প্রথম প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ভিডিও পাকিস্তানের গুরুত্বপূর্ণ ঘটনা দেখানোর পাশাপাশি অনেক লিজেন্ড ক্রিকেটারকে দেখা গেলেও সেখানে দেখা মেলেনি দেশটির একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ বিষয়ে এবার মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট থেকে অবসর নেওয়া পেসার ওয়াহাব রিয়াজ। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেওয়ার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিডিও থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দেশটির গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। আরও পড়ুন: জয় হলো ওয়াসিম আকরামের, পিসিবির নতুন ভিডিওতে ইমরান খান অভিজ্ঞ সাবেক পেসার ওয়াহাব রিয়াজ বলেন, শৈশবে ইমরান খান, ওয়াসিম আকরাম, ইউনিস খানের মতো ক্রিকেটারদের খেলা দেখে অনুপ্রাণিত হয়ে ক্রিকেট খেলা শিখেছি। তাদের অনুপ্রেরণায় আজ এই জায়গায় এসেছি। তিনি বলেন, তারা ছিল আমাদের আদর্শ। তাদের কারণেই আমরা ক্রিকেট খেলতে শুরু করেছি। আমরা কখনই ‘৯২ সালের বিশ্বকাপ ভুলতে পারি না। আমরা কখনই অধিনায়ককে ভুলতে পারি না। ইমরান খান পাকিস্তানকে প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাকে বাদ দিলে পাকিস্তান ক্রিকেটের ইতিহাস বাদ দেওয়া হয়। রিয়াজ বলেন, ক্রিকেটার হিসেবে ইমরান খানের মর্যাদা সবসময়ই থাকবে। আমরা সবসময় তাকে আদর্শ হিসেবে সন্মান করি এবং ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মও এসব তারকাকে আদর্শ গ্রহণ করবে। এ ছাড়া পাকিস্তানের তথা ক্রিকেট ইতিহাসেরই সেরা অধিনায়ক ও অলরাউন্ডারদের একজন ইমরান খানকে ভিডিওতে না রাখায় প্রবল সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ওয়াসিম আকরাম তো কড়া সমালোচনা করে ভিডিও মুছে ক্ষমা চাইতে বলেছেন পিসিবিকে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক