
নিউজ ডেক্স
আরও খবর

ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭২

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি

আসামে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেফতার

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত

টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ২১

ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির
অক্টোবরে দেশে ফিরছেন নওয়াজ

অক্টোবরেই দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এসেই অংশ নেবেন পার্লামেন্ট নির্বাচনের প্রচারণায়।
শুক্রবার দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও তার ভাই শাহবাজ শরিফ এই তথ্য জানান। খবর দ্য ডনের।
প্রায় ৯ বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন নওয়াজ শরিফ। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি। তবে ২০১৭ সালে ক্ষমতাচ্যুতির পর ২০১৯ সাল থেকে দুর্নীতির দায় ও স্বাস্থ্যগত কারণে যুক্তরাজ্যে রয়েছেন নওয়াজ।
সম্প্রতি পাকিস্তানের রাজনীতির পটপরিবর্তনে আবারও দেশে ফিরতে যাচ্ছেন তিনি।
শুক্রবার নওয়াজ শরিফের ভাই ও পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, চলতি বছর অক্টোবরে দেশে ফিরবেন তিনি।
এদিন লন্ডনে নওয়াজের সঙ্গে বৈঠক করেছেন শাহবাজসহ ‘পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ-এর শীর্ষ কয়েকজন নেতা। দেশটিতে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে দলকে নেতৃত্ব দিতেই তিনি দেশে ফিরবেন বলেও জানানো হয়।
নওয়াজের পরিবার সূত্র জানিয়েছে, অক্টোবরের ১৫ তারিখ দেশে ফিরবেন তিনি।
সেপ্টেম্বরেই পাকিস্তানে ফেরার কথা ছিল নওয়াজ শরিফের। তবে, এ সময় দেশটিতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় নির্বাচনি প্রচারণা ঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। সে কারণে এ সময় পিছিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।