আতালান্তা থামিয়ে দিলো অপরাজেয় লেভারকুসেনকে – দৈনিক গণঅধিকার

আতালান্তা থামিয়ে দিলো অপরাজেয় লেভারকুসেনকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ১১:০২
হারতে ভুলেই গিয়েছিল লেভারকুসেন। ৩৬১ দিনে এমন অবস্থা দাঁড়ায় যে, ৫১ ম্যাচে অপরাজিত থাকায় নামও হয়ে যায় নেভারলুজেন! ট্রেবল জয়ের স্বপ্ন দেখা সেই দলটা হার দেখলো গতকাল। ইউরোপা লিগ ফাইনালে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরে হাতছাড়া করেছে শিরোপাও। লেভারকুসেনকে হারিয়ে আতালান্তা ইতিহাস গড়েছে। ৬১ বছর পর পেয়েছে কোনও শিরোপার দেখা। তবে ইউরোপিয়ান মহাদেশীয় শিরোপা জিতেছে এবারই প্রথম। আতালান্তার ঐতিহাসিক জয়ের নায়ক নাইজেরিয়ার আডেমোলা লুকম্যান। ১২, ২৬ ও ৭৫ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক করেছেন তিনি। অবশ্য জার্মান বুন্দেসলিগা জয়ের সময় লেভারকুসেন শেষ দিকে প্রত্যাবর্তনের দারুণ সব গল্প লিখে সেটা অভ্যাসে পরিণত করে ফেলেছিল। এবার সেটার পুনরাবৃত্তি করতে পারেনি তারা। ফলে লেভারকুসেনের অপরাজেয় যাত্রা থামলো ৫১ ম্যাচে। যাদের সর্বশেষ পরায়জটি ছিল ২০২৩ সালের মে মাসে। অবিশ্বাস্য জয়যাত্রায় ছেদ পড়ায় লেভারকুসেন কোচ জাভি আলোনসো অবশ্য বিষয়টাকে খুব বড় করে দেখছেন না। তার মতে, ‘যদি মানসিকতার হিসেবে দেখেন, তাহলে এটা হেরে যাওয়া নয়। ফুটবলে এমনটা হতেই পারে। আজকের দিনটা আমাদের ছিল না। তারা আমাদের চেয়েও ভালো ছিল।’ আতালান্তার প্রথম শিরোপা হলেও লেভারকুসেন তাদের দ্বিতীয় ইউরোপিয়ান ট্রফির খোঁজে ছিল। তাও আবার সেটা ১৯৮৮ সালের উয়েফা কাপের পর। তাছাড়া প্রথম ইউরোপিয়ান দল হিসেবে অপরাজিত থেকে ট্রেবল জয়ের ইতিহাস গড়ারও দ্বারপ্রান্তে ছিল তারা। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় আলোনসোকে সেটা যন্ত্রণা দিচ্ছে। তবে, ‘এটা যন্ত্রণাদায়ক। তবে আমরা যা করেছি সেটা ছিল ব্যতিক্রমী। ফাইনালে এই ধরনের হার কখনও কেউ ভোলে না। আমাদের বড় সুযোগ ছিল। কিন্তু যেভাবে চেয়েছি, সেটা করতে পারিনি।’ এখন এই হারের যন্ত্রণার কীভাবে মুখোমুখি হতে হয় সেটাকে চ্যালেঞ্জ মানছেন লেভারকুসেন কোচ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা