র্ণিঝড় রিমালের তান্ডবে এখনও বিচ্ছিন্ন পৌনে ২ কোটি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ – দৈনিক গণঅধিকার

র্ণিঝড় রিমালের তান্ডবে এখনও বিচ্ছিন্ন পৌনে ২ কোটি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৪ | ১১:২০
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন ১ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৬২৮ গ্রাহক। এর মধ্যে পল্লী বিদ্যুতের ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার। আর পশ্চিমাঞ্চলের ১ লাখ ৪৪ হাজার ৬২৮ গ্রাহক এখনও অন্ধকারে আছেন। মঙ্গলবার (২৮ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পল্লী বিদ্যুতের ৮০ টি সমিতি এবং ওজোপাডিকো’র কর্মকর্তা-কর্মচারীরা সরেজমিন পর্যবেক্ষণ করেছেন এবং ঝড়ে ক্ষয়-ক্ষতির প্রতিকার নিশ্চিত করতে দ্রুত কাজ করছেন। জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে আরইবি’র বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ছিল ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২। এরমধ্যে এ পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৭০২ গ্রাহকের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হয়েছে। এখনও প্রায় ১ কোটি ৭১ লাখ ৭৬ হাজার বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। এদিকে ক্ষয়ক্ষতির মধ্যে আরইবি’র ৩৩ কেভি ফিডারের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৬৬টি, এরমধ্যে ৪৫৫টি ফিডার ঠিক করা হয়েছে। বাকি আছে ৩১১টি। এদিকে ৩৩/১১ কেভি উপকেন্দ্রগুলোর মধ্যে ক্ষতি হয়েছে ১১০৫টির, ঠিক করা হয়েছে ৬৫৪টি, এখনও বাকি ৪৫১টি। এদিকে ১১ কেভি ফিডারের মধ্যে ক্ষতি হয়েছে ৬২৩৫টি, ঠিক করা হয়েছে ২৩৮৪টি, বাকি আছে ৩৮৫১টি। বৈদ্যুতিক খুঁটির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮৩৩টি। ঠিক করা হয়েছে ২৫৬৭টি, এখনও বাকি ১২৬৬টি। বিতরণ ট্রান্সফরমারের মধ্যে ক্ষতি হয়েছে ২৮১৮টির, ঠিক করা হয়েছে ১৬৯৬, বাকি আছে ১১২২টি। তার ছেঁড়া স্প্যানের (কিলোমিটার) ক্ষতি হয়েছে ৩০৫৬ কিলোমিটার তার, এর মধ্যে ১৩৬৩ কিলোমিটার ঠিক করা হয়েছে, বাকি আছে ১৬৯৩ কিলোমিটার। ২৪২৫৮টি ক্ষতিগ্রস্ত ইন্সুলেটরের মধ্যে ঠিক করা হয়েছে ৭৭২৫টি, বাকি আছে ১৬৫৩৩। ৫৯৩৯৯টি ক্ষতিগ্রস্ত মিটারের মধ্যে ঠিক করা হয়েছে ৩০৯৩৩টি, বাকি আছে ২৮৪৬৬টি। প্রাথমিক তথ্যানুসারে, ১০৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আরইবি দাবি করেছে। আরইবি জানায়, ঝড়ের সময় সমিতির ঠিকাদার ও জনবলসহ ৩০ হাজারের বেশি লোক মাঠে কাজ করছে। আশা করা হচ্ছে, আজ সন্ধ্যা নাগাদ ৫০ ভাগ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। রাতের মধ্যে ৬০ ভাগ গ্রাহক বিদ্যুৎ সেবা পাবেন। এদিকে কালকের মধ্যে সব ৩৩ কেভি ও ১১ কেভি লাইন চালুর মাধ্যমে ৮০ ভাগ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করার প্রচেষ্টা অব্যাহত আছে। বাকি গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। অন্যদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১৫ লাখ ৫৪ হাজার ১৫৪ গ্রাহকের মধ্যে বর্তমানে ১৪ লাখ ৩ হাজার ৫২৬ গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন। তবে এখনও অন্ধকারে ১ লাখ ৪৪ হাজার ৬২৮ গ্রাহক। প্রাথমিক তথ্যানুসারে এই বিতরণ কোম্পানির ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার ৭০২ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে অতিসত্বর সম্পূর্ণ লাইন চালু হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা