বাংলাদেশের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক চায় অস্ট্রেলিয়া – দৈনিক গণঅধিকার

বাংলাদেশের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক চায় অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ১০:৩৪
বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যও দুই দেশ একসঙ্গে কাজ করবে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি ডলার, যা গত এক দশকে প্রায় ১১ শতাংশ হারে বেড়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে মনে করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের চলমান অর্থনেতিক অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে সম্পর্ক দৃঢ় করতে চায় দেশটি। সম্প্রতি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সফরের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর উন্নত বিশ্বের কোনও দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর সফর এটি। একই সঙ্গে তিনি শুধু বাংলাদেশে সফর করেছেন। এর থেকে বোঝা যায়, বাংলাদেশকে অস্ট্রেলিয়ানরা গুরুত্ব দেয়। উল্লেখ্য, সাধারণত বাংলাদেশে পশ্চিমা বা উন্নত বিশ্বের কোনও দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক সফরে আসেন অর্থাৎ একই সঙ্গে কয়েকটি দেশ সফর করেন। বাণিজ্য বৃদ্ধি বিষয়ে রাষ্ট্রদূত জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি ডলার, যা গত এক দশকে প্রায় ১১ শতাংশ হারে বেড়েছে। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়া সফর করেছে এবং ওই দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী অক্টোবর সিডনিতে প্রথমবারের মতো বাংলাদেশ ট্রেড এক্সপো অনুষ্ঠিত হবে। যেখানে প্রায় ৮০টি বাংলাদেশি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পণ্য তুলে ধরবে বলে জানান তিনি। দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর জন্য কাজ হচ্ছে এবং সরাসরি বিমান চলাচলের বিষয়ে উভয় দেশ একমত বলেও তিনি জানান। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের সহযোগিতার বিষয়ে এম আল্লামা সিদ্দিকী বলেন, মানবপাচার ও এ ধরনের অপরাধ দমনে আমরা কাজ করছি, যাতে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়। এ ছাড়া নিরাপদ সুমদ্র ও অবাধ সুমদ্র চলাচলও দুই দেশের অগ্রাধিকার বিষয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা