কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না: নতুন ইসি সচিব – দৈনিক গণঅধিকার

কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না: নতুন ইসি সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ৩:০৩
নবনিযুক্ত নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেছেন, ‘আমি সবসময় মুক্ত তথ্যপ্রবাহে বিশ্বাস করি, স্বচ্ছতায় বিশ্বাস করি। ২৯ বছরের দীর্ঘ চাকরিজীবনে কাজ করতে গিয়ে এজন্য অসাধারণ প্রতিদানও পেয়েছি।’ বৃহস্পতিবার (৩০ মে) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দিয়ে অবাধ তথ্যপ্রবাহে গণমাধ্যমকে বরাবরই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিন নির্বাচন ভবনে যৌথ সংবাদ সম্মেলন করেন বিদায়ী ইসি সচিব মো. জাহাংগীর আলম ও নবনিযুক্ত সচিব শফিউল আজিম। বিদায়ী ইসি সচিব জাহাংগীর আলম যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি পদ থেকে স্থানান্তরিত হয়ে শফিউল আজিম বৃহস্পতিবার যোগ দেন নির্বাচন কমিশনে। বিদায়ী ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমার কাছে তথ্য চাইতেন। অনেক সময় তথ্য থাকতো না। তবে আমাদের স্বচ্ছতার কোনও ঘাটতি ছিল না। বিদায় বেলায় আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’ নতুন ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘আমরা তো রাজনীতির ভেতরেই বসবাস করি। গণতন্ত্র সরকার রাজনৈতিক দল, জনগণ সবকিছু মিলিয়েই গণতন্ত্র। কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না। আপনাদের যেটি প্রাপ্য, সেটি একশভাগ দেওয়া সম্ভব।’ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ এসময় বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটের তথ্যও জানান বিদায়ী সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭ উপজেলায় গড়ে অন্তত ৩৮ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, ‘৮৭ উপজেলার মধ্যে ৭৫ উপজেলার তথ্য গড় করে ৩৮ শতাংশ ভোটের হার পাওয়া গেছে। বাকিগুলো একীভূত করে ভোট পড়ার এ হার আরও বাড়তে পারে। বিকালে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।‘ এর আগে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৩৬ শতাংশ ও দ্বিতীয় ধাপে ৩৮ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনকালে জাহাংগীর আলম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন সচিবকে বরণ ও বিদায়ী সচিবকে সংবর্ধনা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন রয়েছে ইসিতে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা ঋত্বিক ঘটকের ভাঙা বাড়িতে জন্মশতবর্ষ উদযাপন কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার