রোগী ভোগান্তির আরেক নাম কুষ্টিয়া সদর হাসপাতাল – দৈনিক গণঅধিকার

রোগী ভোগান্তির আরেক নাম কুষ্টিয়া সদর হাসপাতাল

পর্ব-০১ (সার্জারী ওয়ার্ড)

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৪ | ১০:৩০
কুষ্টিয়া সদর হাসপাতাল প্রধান ফটক -- ডোনেট বাংলাদেশ
বুলবুল আহমেদ সাগর:- ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারী (পুরুষ) ওয়ার্ডে ভর্তি রোগীরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকের অবহেলায় সেবা পাচ্ছেন। ঐ ওয়ার্ডে ভর্তি থাকা রোগীরা জানান- “এখানে নিয়মিত ডাক্তার রাউন্ড দেয় না। সকালে একজন আসে, তো রাতে আর আসে না। আবার রাতে আসলে সকালে আসে না। আবার যে ডাক্তার কোন পরীক্ষা করাতে দিয়ে যায়, সে আর আসে না। এক ডাক্তারের দেয়া রিপোর্ট আরেক ডাক্তার দেখতে চায় না।” বিস্তারিত অনুসন্ধানে জানা যায়- কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নং (পুরুষ সার্জারী) ওয়ার্ডটি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সমন্বয়ে ২ টি ইউনিটে বিভক্ত। একটি রেড ইউনিট ও অপরটি ব্লুু ইউনিট। রোস্টার অনুযায়ী এই ২ টি ইউনিটে ভর্তি রোগীদের চিকিৎসা দেয়ার দায়িত্ব সার্জারী বিভাগের সকল চিকিৎসকদের ওপর বন্টন করে দেয়া হয়েছে। ৩০ টি শয্যার অর্ধেক রেড ইউনিটের অন্তর্ভূক্ত এবং বাকি অর্ধেক ব্লু ইউনিটের অন্তর্ভূক্ত। প্রতিদিন সকালে এবং রাতে ২ বেলা ২ টি ইউনিটে ভর্তি রোগীদের জন্য অন্তত দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের রাউন্ড দেয়ার কথা থাকলেও নিয়মিত রাউন্ড দেন না কোন চিকিৎসকই। গত ২২ মে (বুধবার) সন্ধ্যায় পেটে পিত্তথলীর পাথর, পেটে ব্যাথা ও বমির সমস্যা নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নং (পুরুষ সার্জারী) ওয়ার্ডে ভর্তি হন নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যাক্তি। বৃহস্পতিবার (২৩ মে) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারী বিভাগের কনসালটেন্ট ডা. আরিফুল ইসলাম রাউন্ড দেয়ার সময় তাকে ৪ টি পরীক্ষা করতে বলেন। পরীক্ষা করে রিপোর্ট হাতে পাওয়ার পর সেই রিপোর্ট আর কাউকে দেখাতে পারেননি তিনি। বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত অপেক্ষা করার পরও সেই রিপোর্ট আর কোন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে পারেননি তার স্বজনেরা। ওনার ছেলে জানান, আমার বাবা যে ইউনিটে ভর্তি সেই ইউনিটের ডাক্তার সকালে রাউন্ডে আসছিলো। এসে কয়েকটা টেস্ট করাতে বলেন এবং তার রিপোর্ট ওনাকে দেখাতে বলেন। আমরা রিপোর্ট করে আনার পর গত কয়েক ঘন্টায় কোন ইন্টার্ণ চিকিৎসককেও রিপোর্ট দেখাতে পারিনি। আমার বাবা ব্লু ইউনিটে ভর্তি। কিন্তু এখানকার কেউই নাকি ব্লু ইউনিটের দায়িত্বপ্রাপ্ত না। তাই বাবার রিপোর্ট তাদের কাছে নিয়ে গেলেও কেউ দেখছে না। এদিকে আব্বার পেট ফোলা কমছে না। এসব বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন তিনি। সার্জারী ওয়ার্ডের এরুপ অব্যাবস্থাপনা ও রোগীদের প্রতি অবহেলার কারণ জানতে চেয়ে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারী বিভাগের কনসালটেন্ট ডা. মোঃ আরিফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবার এই বেহাল দশার কারণ সম্পর্কে জানতে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার এই বেহাল দশা ও তার প্রতিকার সম্পর্কে জানতে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মুঠোফোনে কথা বলতে রাজি হননি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা