মাগুরায় প্রাইভেটকার চুরি মামলায় পুলিশের এসআই রিমান্ডে – দৈনিক গণঅধিকার

মাগুরায় প্রাইভেটকার চুরি মামলায় পুলিশের এসআই রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ৯:৪৫
মাগুরার একটি প্রাইভেটকার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদারীপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার দাসের (৩২) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে তাকে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার বিবরণে জানা যায়, মামলার বাদী মাগুরার শালিখা থানার আড়পাড়া এলাকার আমির হোসেনের ছেলে রিয়াজ হোসেন। তার একটি প্রাইভেটকার গত বছরের ৭ অক্টোবর মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি সালেহা এলপিজি পাম্প এলাকায় রাখেন। পরদিন সকালে এসে তিনি সেখানে প্রাইভেটকারটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পাশাপাশি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরমধ্যে গত ১ জুন বাদী ঢাকায় অবস্থানকালে জানতে পারেন তার গাড়িটি যশোর সদরের লেবুতলার একটি গ্যারেজে আছে। তখন বাদী ঢাকা থেকে সেখানে তার লোকজনকে পাঠালে আসামি উৎপল কুমার দাস গাড়িটি নিয়ে মাগুরা উদ্দেশ্যে রওয়ানা দেন। উৎপল কুমার দাস তাদের দেখতে পেয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে বাদীর লোকজন সন্ধ্যা ৬টার দিকে শালিখার সীমাখালী বাজারে এসে গাড়িটি আটক করতে সক্ষম হন। পাশাপাশি গাড়িসহ উৎপল কুমার দাসকে শালিখা থানায় হস্তান্তর করেন। পরে বাদী শালিখা থানায় এসে গাড়িটি শনাক্ত করেন। একইসঙ্গে উৎপল কুমার দাস ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে শালিখা থানায় মামলা করেন। মামলায় বাদী উল্লেখ করেছেন, আসামি উৎপল কুমার দাস ময়মনসিংহের ভালুকা ভোরাডো হাইওয়ে থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত অবস্থায় গতবছরের ২৩ নভেম্বর স্থায়ীয় ‌‘সীড স্টোর’ নামের একটি দোকানের সামনে গাড়িটি পান। পরবর্তী সময়ে তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছিলেন। আসামি বর্তমানে মাদারীপুর হাইওয়ে পুলিশে কর্মরত। বাদীর ধারণা, সংঘবদ্ধ চোরচক্র গত ৭ অক্টোবর সন্ধ্যা থেকে ৮ অক্টোবর সকালের মধ্যে কোনো একসময় গাড়িটি মাগুরা থেকে চুরি করে ময়মনসিংহের ওই স্থানে রেখে গিয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা শালিখা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, আদালত আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংঘবদ্ধ চোরচক্রের অন্যদের আটক করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা