
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
নওগাঁর সবগুলো কেন্দ্রই প্রায় ভোটারশুন্য

উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর এই ৩টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে একযোগে এই ৩ উপজেলার ৩২৯ টি ভোটকেন্দ্রে ২৪০২ টি বুথে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে ভোট গ্রহণের শুরু থেকেই নওগাঁ সদর উপজলার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। জানা গেছে, একই চিত্র বাঁকি দুই উপজেলা মান্দা ও মহাদেবপুরেও।
নওগাঁ শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ব্যাপক নিরাপত্তা নেয়া হলেও ভোটারের উপস্থিতি নেই। কয়েক মিনিট পর পর ২-১ জন ভোটার আসছেন আর ভোট দিয়ে চলে যাচ্ছেন।
নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কামরুল হাসান জানান, পুরুষ কেন্দ্র এটি। মোট ভোটার ২৬৭৬ জন। বেলা ১০ টা পর্যন্ত মোট ভোটার ভোট দিয়েছেন ৫২ জন। ঘণ্টায় মাত্র ২৬ জন ভোট দিয়েছেন।
নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আইনুল হক সকাল ১০ টায় জানান, নারী-পুরুষ মিলে ১৯২৩ ভোটার। ২ ঘণ্টায় ভোট দিয়েছেন ৪৫ জন।
নওগাঁ জিলা স্কুলের নারী ও পুরুষ কেন্দ্র রয়েছে। পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজমুল হক সকাল ১০ টায় জানান, ১৭১৬ ভোটারের মধ্যে ২ ঘণ্টায় ভোট দিয়েছেন ৩৫ জন। এদিকে সংশ্লিষ্টা ও স্থানীয়রা দাবি করেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পাবে।
এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ প্রার্থীসহ মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলা মোট ভোটার ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।