‘মাঠের অবস্থা ভালো ছিল না, তবুও কৃতিত্ব বাংলাদেশের’ – দৈনিক গণঅধিকার

‘মাঠের অবস্থা ভালো ছিল না, তবুও কৃতিত্ব বাংলাদেশের’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১১:৪০
বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে জিততে দেয়নি বাংলাদেশ। দুই অর্ধে একটি করে গোল খেয়েছে। তবে ২ গোলে হারলেও তপু-রাকিবদের খেলা ছিল প্রশংসনীয়। যেভাবে ১৬০ ধাপ এগিয়ে থাকা দলের একের পর এক আক্রমণ রুখে দিয়েছে, তা ছিল দেখার মতোই। তবে মেলবোর্নে ৭-০ গোলে জয় আর ঢাকায় ২-০ তে হার নিয়ে অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড ও ফরোয়ার্ড কুসিয়ানি ইয়েংগি নানান ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে আবার কিংস অ্যারেনার মাঠের দুরবস্থাও তুলে ধরেছেন। প্রথমার্ধে মেহেদী হাসান মিঠুর আত্মঘাতী গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। বিরতি পর কর্নার থেকে ভেসে আসা বলে ইয়েংগি হেডে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচ জিতে মাঠ ছেড়ে বেরিয়ে এসে সংবাদ সম্মেলনে এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘এখানে দারুণ অভিজ্ঞতা হলো। কিন্তু মাঠের কন্ডিশন ভালো ছিল না। পানি ছিল, কর্দমাক্ত ছিল, চোটের ঝুঁকি ছিল। আমাদের দলের একাধিক খেলোয়াড় চোটও পেয়েছে।’ কোচ আর্নল্ড ছিলেন এককাঠি সরেশ। তার ব্যাখ্যা ছিল, ‘আমরা সম্ভবত ৬-৭টি সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি, সম্ভাব্য চোট শঙ্কা ছিল। মাঠের অবস্থা পুরোপুরি মেনে নেওয়ার মতো নয়। এখানে খেলোয়াড়রা চোট পেতে পারে। ক্র্যাম্প করতে পারে। মাঠের অবস্থা ভালো নয় এবং সত্যিকার অর্থেই আমি এটা মনে করি।’ তবে বাংলাদেশ দলের প্রশংসা করতে ভুল করেননি কোচ, ‘পুরো কৃতিত্ব আমরা বাংলাদেশকে দিতে চাই। তারা এ ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করেছে। তারা চেষ্টা করেছে… আমি মনে করি তাদের খুবই ভালো একজন কোচ আছে, যিনি দারুণ কাজ করেছেন। তবে হ্যাঁ, এটাও ভালো বলতে হবে, মাঠে কাদা ছিল। পিছলে গিয়ে দুর্ঘটনা হতে পারে। ক্যাম্প হতে পারে। এটা বিপদজনক। এটা কেবল আমাদের জন্য নয়, বাংলাদেশের খেলোয়াড়দের ক্ষেত্রে এটা হতে পারতো।’ ম্যাচটা যে কঠিন হবে, তা আগেই বুঝেছিলেন অস্ট্রেলিয়ান কোচ, ‘আমি বলতে চাচ্ছি, আমরা আরও গোল পেতে পারতাম। এ মাঠেই বাংলাদেশ ফিলিস্তিনের বিপক্ষে খেলেছিল। শেষ দিকে গোল খেয়ে হেরেছিল। আমরাও জানতাম এই ম্যাচটা কঠিন হবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক