যশোরে হাসপাতাল গেটে ইজিবাইকেই হলো সন্তান প্রসব – দৈনিক গণঅধিকার

যশোরে হাসপাতাল গেটে ইজিবাইকেই হলো সন্তান প্রসব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ৭:৫৫
বাড়িতেই প্রসববেদনা উঠেছিল প্রসূতি আকলিমা খাতুনের (২৩)। এ কারণে তাকে ব্যাটারিচালিত ইজিবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছানোমাত্রই সন্তান ভূমিষ্ট হয় আকলিমার। বুধবার (১২ জুন) সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইজিবাইকের মধ্যে ওই প্রসূতি সন্তান প্রসব করেন। ওই প্রসূতির বাড়ি অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামে। তার স্বামীর নাম রুবেল সরদার। প্রসূতি এবং সদ্যোজাত সন্তান সুস্থ আছে। রুবেল সরদার পেশায় দিনমজুর। এই দম্পতির ৭ বছর বয়সী একটি মেয়ে এবং ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে। রুবেল সরদার জানান, বুধবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তার স্ত্রীর প্রসববেদনা উঠেছে। তিনি কাজ ফেলে সেখান থেকে বাড়ি ফিরে যান। এরপর সকাল ১০টার দিকে তিনি একটি ইজিবাইক ভাড়া করে স্ত্রীকে নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। ইজিবাইকে তার শাশুড়ি এবং অপর একজন নারী ছিলেন। প্রায় ১৪ কিলোমিটার ঘুরে ভৈরব সেতু পার হয়ে বেলা ১১টার দিকে ইজিবাইকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এসে থামে। ইজিবাইক থেকে আকলিমাকে নামানোর জন্য প্রস্তুতির সময় প্রসববেদনা তীব্রতর হলে পর্দা দিয়ে ইজিবাইকের দুই পাশ ঢেকে দেওয়া হয়। ভেতরে থাকা দুই নারী মাত্র পাঁচ মিনিটের মধ্যে তার নিরাপদ প্রসব করান। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন মিডওয়াইফ আকলিমা খাতুন এবং তার সদ্যোজাত সন্তানকে প্রসূতি বিভাগে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ নূপুর মজুমদার বলেছেন, ইজিবাইকের মধ্যে আকলিমা খাতুন পুত্র সন্তান প্রসব করেছেন। মা ও ছেলে সুস্থ আছেন। তারা প্রসূতি বিভাগে আছেন। নিয়মানুযায়ী তাদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোনও সমস্যা না হলে আগামীকাল সকালে তাদের ছাড়পত্র দেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক