যশোরে হাসপাতাল গেটে ইজিবাইকেই হলো সন্তান প্রসব – দৈনিক গণঅধিকার

যশোরে হাসপাতাল গেটে ইজিবাইকেই হলো সন্তান প্রসব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ৭:৫৫
বাড়িতেই প্রসববেদনা উঠেছিল প্রসূতি আকলিমা খাতুনের (২৩)। এ কারণে তাকে ব্যাটারিচালিত ইজিবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছানোমাত্রই সন্তান ভূমিষ্ট হয় আকলিমার। বুধবার (১২ জুন) সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইজিবাইকের মধ্যে ওই প্রসূতি সন্তান প্রসব করেন। ওই প্রসূতির বাড়ি অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামে। তার স্বামীর নাম রুবেল সরদার। প্রসূতি এবং সদ্যোজাত সন্তান সুস্থ আছে। রুবেল সরদার পেশায় দিনমজুর। এই দম্পতির ৭ বছর বয়সী একটি মেয়ে এবং ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে। রুবেল সরদার জানান, বুধবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তার স্ত্রীর প্রসববেদনা উঠেছে। তিনি কাজ ফেলে সেখান থেকে বাড়ি ফিরে যান। এরপর সকাল ১০টার দিকে তিনি একটি ইজিবাইক ভাড়া করে স্ত্রীকে নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। ইজিবাইকে তার শাশুড়ি এবং অপর একজন নারী ছিলেন। প্রায় ১৪ কিলোমিটার ঘুরে ভৈরব সেতু পার হয়ে বেলা ১১টার দিকে ইজিবাইকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এসে থামে। ইজিবাইক থেকে আকলিমাকে নামানোর জন্য প্রস্তুতির সময় প্রসববেদনা তীব্রতর হলে পর্দা দিয়ে ইজিবাইকের দুই পাশ ঢেকে দেওয়া হয়। ভেতরে থাকা দুই নারী মাত্র পাঁচ মিনিটের মধ্যে তার নিরাপদ প্রসব করান। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন মিডওয়াইফ আকলিমা খাতুন এবং তার সদ্যোজাত সন্তানকে প্রসূতি বিভাগে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ নূপুর মজুমদার বলেছেন, ইজিবাইকের মধ্যে আকলিমা খাতুন পুত্র সন্তান প্রসব করেছেন। মা ও ছেলে সুস্থ আছেন। তারা প্রসূতি বিভাগে আছেন। নিয়মানুযায়ী তাদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোনও সমস্যা না হলে আগামীকাল সকালে তাদের ছাড়পত্র দেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা