
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
নিখোঁজের ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পদ্মায় ডুবে যাওয়া শিশু তুহিনের

নিখোঁজের ৪০ ঘণ্টা পার হলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় ডুবে যাওয়া শিশু তুহিন প্রমাণিকের (৫) খোঁজ মেলেনি। মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ তুহিনের সন্ধান পাওয়া যায়নি।
এর আগে রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ফেরিঘাট এলাকা থেকে পদ্মায় ডুবে যায় তুহিন। সে দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ফেরিঘাট এলাকায় আমিরুল প্রমাণিকের ছেলে।
জানা গেছে, রোববার বিকেলে শিশুটির মা তাকে গোসল করাতে পদ্মায় নিয়ে যায়। গোসল শেষে তার মা শিশুটিকে পাশে দাঁড় করিয়ে কাপড় পরিষ্কার করছিলেন। এ সময় শিশুটি খেলতে খেলতে পদ্মায় ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় মানিকগঞ্জের আরিচা এলাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু ওই দিন তুহিনের খোঁজ মেলেনি। নিখোঁজ শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। সোমবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির পর তুহিনের সন্ধায় পায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা পদ্মার বিভিন্নস্থানে খোঁজ করতে থাকে।বিকেলে একটি ইঞ্জিনচালিত ট্রলারে নিখোঁজ শিশুর সন্ধানে মাইকিং করে স্থানীয়রা।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। তবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ আবার শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান চালানো হবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।