নিখোঁজের ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পদ্মায় ডুবে যাওয়া শিশু তুহিনের – দৈনিক গণঅধিকার

নিখোঁজের ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পদ্মায় ডুবে যাওয়া শিশু তুহিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১২:৫১
নিখোঁজের ৪০ ঘণ্টা পার হলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় ডুবে যাওয়া শিশু তুহিন প্রমাণিকের (৫) খোঁজ মেলেনি। মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ তুহিনের সন্ধান পাওয়া যায়নি। এর আগে রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ফেরিঘাট এলাকা থেকে পদ্মায় ডুবে যায় তুহিন। সে দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ফেরিঘাট এলাকায় আমিরুল প্রমাণিকের ছেলে। জানা গেছে, রোববার বিকেলে শিশুটির মা তাকে গোসল করাতে পদ্মায় নিয়ে যায়। গোসল শেষে তার মা শিশুটিকে পাশে দাঁড় করিয়ে কাপড় পরিষ্কার করছিলেন। এ সময় শিশুটি খেলতে খেলতে পদ্মায় ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় মানিকগঞ্জের আরিচা এলাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু ওই দিন তুহিনের খোঁজ মেলেনি। নিখোঁজ শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। সোমবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির পর তুহিনের সন্ধায় পায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা পদ্মার বিভিন্নস্থানে খোঁজ করতে থাকে।বিকেলে একটি ইঞ্জিনচালিত ট্রলারে নিখোঁজ শিশুর সন্ধানে মাইকিং করে স্থানীয়রা। গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। তবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ আবার শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান চালানো হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা