সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে নিহত ৩ – দৈনিক গণঅধিকার

সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৪ | ১১:৪৭
সিরাজগঞ্জের শাহজাদপুরে চরবর্নিয়ায় জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র সায়েম ও আখের গ্রুপের মধ্যে গত মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় একে একে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার (১৮ জুন) সংঘর্ষের সময় একজন এবং বুধবার (১৯ জুন) চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। নিহতরা হলেন-সায়েম গ্রুপের চরবর্নিয়া দক্ষিণপাড়া খোদাবক্স মোল্লার ছেলে কৃষক সানোয়ার হোসেন (৩৫), চরবর্নিয়া দক্ষিণপাড়ার আব্দুস সোবহানের ছেলে কিশোর তামিম হোসেন গালিব (১৫) ও আখের গ্রুপের চরবর্নিয়া উত্তর পাড়ার মৃত রাজ্জাক সেখের ছেলে ফরহাদ হোসেন (৪০)। স্থানীয়রা জানান, চরবর্নিয়া দক্ষিণপাড়ার বাসিন্দাদের জমির উপর দিয়ে নদীতীর রক্ষার বাঁধ নির্মাণ করা হয়েছে। নির্মিত বাঁধের দুই পাশে চরবর্নিয়া উত্তরপাড়ার আখের সেখ, হামিদ মোল্লা মতিন মোল্লা ও আব্দুল প্রামানিক দোকানপাট নির্মাণ করেছেন। এসব বিষয় নিয়ে চরবর্নিয়া উত্তরপাড়ার আখের সেখ ও দক্ষিণপাড়ার সায়েমের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় ঈদের পরদিন মঙ্গলবার ভোরে আখের গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ দক্ষিণপাড়ায় হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বেশকিছু বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে সায়েম গ্রুপের ২০/২৫ জন আহত হয়। এসময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে সায়েমের গ্রুপের কৃষক সানোয়ার মোল্লা মারা যায়। এ ছাড়াও আখের গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের পাবনা ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাবনায় চিকিৎসাধীন থাকাকালে বুধবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সায়েম গ্রুপের কিশোর তামিম হোসেন গালিব মারা যায়। একই দিন বুধবার বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আখের গ্রুপের কৃষক ফরহাদ হোসেন মারা যায়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সংঘর্ষে আহত ফরহাদ হোসেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিল। বুধবার বিকেলে সে মারা যায়। দু’পক্ষের সংঘর্ষে ঘটনায় সায়েম গ্রুপের দুজন এবং আখের গ্রুপের একজন মিলে তিনজনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, কৃষক ফরহাদ ও কিশোর গালিব নিহতের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে কৃষক সানোয়ার হোসেন নিহতের ঘটনায় তার মা আনতিরি বেগম বাদী হয়ে ১২৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলা তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা