আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশে শাস্তির মুখে মিলার – দৈনিক গণঅধিকার

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশে শাস্তির মুখে মিলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ৩:১৯
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন ডেভিড মিলার। তবে শাস্তিটা আজকের ম্যাচের নয়। গত শুক্রবার (২১ জুন) সেন্ট লুসিয়ায় ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৯তম ওভারে পেসার স্যাম কারানের একটি ফুল টস বল খেলার পর উচ্চতার জন্য ‘নো’ বল আশা করেছিলেন তিনি। আম্পায়ার ‘নো’ বল দেননি। তখন আম্পায়ারের সিদ্ধান্তে তিনি অসন্তোষ প্রকাশ করেন। যা মূলত আইসিসির বিধি বহির্ভুত আচরণ। রবিবারের ম্যাচের আগে আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার পেয়েছেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার আইসিসির আচরণবিধির প্রথম ধারা ভাঙার কারণেই এমন শাস্তি পেয়েছেন। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তার প্রথম অপরাধ। আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তিটি দিয়েছেন। দোষ স্বীকার করে নেওয়ায় মিলারের জন্য শুনানির প্রয়োজন হয়নি। মিলার শাস্তি মাথায় নিয়েই সোমবার (২৪ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিলেন। যদিও ব্যাট হাতে ভালো করতে পারেননি, খেলেছেন ৪ রানের ইনিংস। এদিন ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৩ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। যে জয়ে স্বাগতিকদের বিদায় করে সেমিফাইনালও নিশ্চিত হয়েছে তাদের।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক