
নিউজ ডেক্স
আরও খবর

হিজাব-নিকাব পরা ছাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত ঢাবির

শিক্ষকদের সুখবর দিয়ে গেলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা

‘কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি’

সরকারি প্রাথমিকে ৬৫৩১ শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন আজ, যোগদান ১২ মার্চ

প্রাথমিকের তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষককে যোগদানের ঘোষণা

প্রাথমিকের নিয়োগবঞ্চিত শিক্ষকদের প্রতীকী ফাঁসি!

চবির ১০ ছাত্রী বহিষ্কার, প্রক্টরের সঙ্গে নেতার কথোপকথনের স্ক্রিনশট ফাঁস
ইবিতে ছুটি শেষে শিক্ষকদের ৩ দিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু

গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে তিন দিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় এ কর্মসূচি শুরু হয়। সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন তাদের অন্যতম দাবি।
এদিকে, অর্ধদিবস কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন এক ঘণ্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।
কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচিতে যাওয়ার আগেই এর সুরাহা হোক। যখন ক্লাস পরীক্ষাসহ সবকিছু বর্জন করা হবে, তার আগে সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে। পরিস্থিতি সম্পর্কে তাদের জানানো হবে। তারা আরও বলেন, উচ্চপদস্থ সচিব, মঞ্জুরী কমিশন ও শিক্ষামন্ত্রীসহ অনেকে আমাদের দাবির বিষয়ে সহমত পোষণ করেছেন। তবে কে বা কারা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের বুঝে আসে না। স্কিম চালু থাকলে আগামীতে মেধাবী শিক্ষার্থীরা আর শিক্ষকতা পেশায় আসবে না।
এর আগে গত ২৬ মে একই দাবিতে সারাদেশে মানববন্ধন করেন শিক্ষকরা। ২৮ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি করেন তারা। এছাড়া ৪ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতিতে যান শিক্ষকরা। তবে পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত ছিল।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।