বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন আলোচনায় পশ্চিমবঙ্গকে উপেক্ষা করা হয়নি – দৈনিক গণঅধিকার

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন আলোচনায় পশ্চিমবঙ্গকে উপেক্ষা করা হয়নি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ১০:৪৪
২০২৬ সালের পর বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি চুক্তি নবায়নের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে নয়া দিল্লি নতুন প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার (২৮ জুন) নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়ার অভিযোগটি সঠিক নয়। এই চুক্তি নবায়নের জন্য গঠিত কমিটিতে পশ্চিমবঙ্গের প্রতিনিধি ছিলেন এবং কমিটির বৈঠকেও তিনি অংশ নিয়েছেন। মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ২০২৩ সালের ২৫ আগস্ট অভ্যন্তরীণ একটি কমিটিতে পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রতিনিধি মনোনীত করেছিল। এই কমিটির সদস্যদের মধ্যে বিহার ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত ছিলেন। গত ২০-২১ জুন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দিল্লি সফরের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বাংলাদেশের সঙ্গে কোনও পানি সম্পর্কিত আলোচনার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই প্রধানমন্ত্রী তিস্তা নদী সংরক্ষণ ও ২০২৬ সালে মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া ফারাক্কা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে একমত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে লিখেছিলেন, রাজ্য সরকারের পরামর্শ ও মতামত ছাড়া এমন একতরফা আলোচনা ও আলাপ-আলোচনা গ্রহণযোগ্য নয়, অনাকাঙ্ক্ষিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, অভ্যন্তরীণ কমিটি এ পর্যন্ত চারটি বৈঠক করেছে: ২০২৩ সালের ২২ আগস্ট ও ৩০ অক্টোবর এবং চলতি বছরের ১৫ মার্চ ও ৩১ মে। এই কমিটি ১৪ জুন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। যা বর্তমানে পানি শক্তি মন্ত্রণালয় পর্যালোচনা করছে। মুখপাত্র আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করেছেন সেখানকার সেচ ও জলপথ বিভাগের যুগ্ম সচিব অথবা প্রধান প্রকৌশলী (ডিজাইন ও গবেষণা)। তারা চারটি বৈঠকের মধ্যে তিনটিতে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ মনোনীত হওয়ার পর অনুষ্ঠিত তিনটি বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রণধীর জয়সোয়াল বলেছেন, ২০২৪ সালের ৫ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিল্প ও পানীয় জলের চাহিদার কথা নবায়নকৃত চুক্তিতে অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছিল। এই প্রয়োজনীয়তার বিষয়টি পশ্চিমবঙ্গের প্রতিনিধি ২০২৪ সালে ৩১ অনুষ্ঠিত কমিটির সর্বশেষ বৈঠকেও পুনরায় তুলে ধরেছিলেন। মুখপাত্র জানান, এর ভিত্তিতে পানি শক্তি মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ সরকারসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শ করে চুক্তি নবায়নের প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজগুলো সম্পন্ন করেছে। পরের ধাপে পানি শক্তি মন্ত্রণালয় গঙ্গার পানি চুক্তি নবায়ন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা শুরু করার জন্য একটি যৌথ প্রযুক্তিগত কমিটি গঠন করেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা