বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন আলোচনায় পশ্চিমবঙ্গকে উপেক্ষা করা হয়নি – দৈনিক গণঅধিকার

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন আলোচনায় পশ্চিমবঙ্গকে উপেক্ষা করা হয়নি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ১০:৪৪
২০২৬ সালের পর বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি চুক্তি নবায়নের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে নয়া দিল্লি নতুন প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার (২৮ জুন) নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়ার অভিযোগটি সঠিক নয়। এই চুক্তি নবায়নের জন্য গঠিত কমিটিতে পশ্চিমবঙ্গের প্রতিনিধি ছিলেন এবং কমিটির বৈঠকেও তিনি অংশ নিয়েছেন। মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ২০২৩ সালের ২৫ আগস্ট অভ্যন্তরীণ একটি কমিটিতে পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রতিনিধি মনোনীত করেছিল। এই কমিটির সদস্যদের মধ্যে বিহার ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত ছিলেন। গত ২০-২১ জুন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দিল্লি সফরের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বাংলাদেশের সঙ্গে কোনও পানি সম্পর্কিত আলোচনার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই প্রধানমন্ত্রী তিস্তা নদী সংরক্ষণ ও ২০২৬ সালে মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া ফারাক্কা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে একমত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে লিখেছিলেন, রাজ্য সরকারের পরামর্শ ও মতামত ছাড়া এমন একতরফা আলোচনা ও আলাপ-আলোচনা গ্রহণযোগ্য নয়, অনাকাঙ্ক্ষিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, অভ্যন্তরীণ কমিটি এ পর্যন্ত চারটি বৈঠক করেছে: ২০২৩ সালের ২২ আগস্ট ও ৩০ অক্টোবর এবং চলতি বছরের ১৫ মার্চ ও ৩১ মে। এই কমিটি ১৪ জুন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। যা বর্তমানে পানি শক্তি মন্ত্রণালয় পর্যালোচনা করছে। মুখপাত্র আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করেছেন সেখানকার সেচ ও জলপথ বিভাগের যুগ্ম সচিব অথবা প্রধান প্রকৌশলী (ডিজাইন ও গবেষণা)। তারা চারটি বৈঠকের মধ্যে তিনটিতে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ মনোনীত হওয়ার পর অনুষ্ঠিত তিনটি বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রণধীর জয়সোয়াল বলেছেন, ২০২৪ সালের ৫ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিল্প ও পানীয় জলের চাহিদার কথা নবায়নকৃত চুক্তিতে অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছিল। এই প্রয়োজনীয়তার বিষয়টি পশ্চিমবঙ্গের প্রতিনিধি ২০২৪ সালে ৩১ অনুষ্ঠিত কমিটির সর্বশেষ বৈঠকেও পুনরায় তুলে ধরেছিলেন। মুখপাত্র জানান, এর ভিত্তিতে পানি শক্তি মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ সরকারসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শ করে চুক্তি নবায়নের প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজগুলো সম্পন্ন করেছে। পরের ধাপে পানি শক্তি মন্ত্রণালয় গঙ্গার পানি চুক্তি নবায়ন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা শুরু করার জন্য একটি যৌথ প্রযুক্তিগত কমিটি গঠন করেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা