বেনাপোল বন্দরে আটকে পড়েছে পচনশীল পণ্যবাহী ৫০টির বেশি ট্রাক – দৈনিক গণঅধিকার

বেনাপোল বন্দরে আটকে পড়েছে পচনশীল পণ্যবাহী ৫০টির বেশি ট্রাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ১০:৫৪
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন আদেশ না মেনে বেনাপোল কাস্টম হাউস নিজস্ব আইনে অতিরিক্ত শুল্ক কর আদায়সহ জরিমানা করছে। এ কারণে বেনাপোল বন্দরে পচনশীল পণ্য মাছ, ফল ও সবজিসহ প্রায় অর্ধশতাধিক ট্রাক আটকে পড়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ জুন) রাতে বেনাপোল কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেছেন আমদানিকারকরা। এ সময় আমদানি-রফতানি বন্ধের হুমকি দেয় বেনাপোল আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন। ব্যবসায়ীরা জানান, গত ২৩ জুন এনবিআর পচনশীল পণ্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। ঢাকায় অনুষ্ঠিত অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের এক সভায় আমদানি করা পণ্যের শুল্কায়ন সমতা বজায় রাখা এবং আমদানিকারকদের জন্য সুষম সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়। এই কারণ দেখিয়ে আমদানি পর্যায়ে মাছ, শুঁটকি মাছ, টমেটো, পান ও বিভিন্ন ধরনের ফলের সঠিক পরিমাপ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে ন্যূনতম ওজন নির্ধারণের প্রস্তাব ও সুপারিশ করা হয়। যা বৃহস্পতিবার থেকে কার্যকর করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। এতে লোকসানের কবলে পড়েন আমদানিকারকরা। এ সময় পণ্য চালান খালাস না নেওয়ায় বন্দরে আটকে পড়ে প্রায় অর্ধশতাধিক পচনশীল খাদ্যপণ্যবাহী ট্রাক। সেগুলোর মধ্যে যেসব আমদানিকারকের ট্রাকের চাকার সংখ্যা অনুযায়ী ওজন ঠিক ছিল সেগুলোর মালামাল খালাস হয়েছে। বেনাপোল আমদানি-রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘এনবিআরের জারি করা নতুন আদেশের অনুচ্ছেদ ৪ কাস্টমস মূল্যায়ন না করায় আমদানিকারকরা পণ্য চালান খালাস নিতে পারছেন না। আদেশে বলা আছে, নতুন আদেশের যে প্রাকৃতিক ওজন নির্ধারণ করা হয়েছে, সেই ওজনের অতিরিক্ত বা কম মালামাল থাকলে কাস্টম এবং শুল্ক গোয়েন্দার উপস্থিতিতে পণ্যটির পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু বেনাপোল কাস্টম হাউস সেটি করছে না। মালামাল পরী‍ক্ষা করে কম বা বেশি থাকলে অতিরিক্ত শুল্ক করাদি পরিশোধসহ জরিমানার টাকা আদায় সাপেক্ষে আমদানি করা পচনশীল কাঁচামালজাতীয় পণ্য বন্দর থেকে খালাস নেওয়া যাবে। তবে মাল কম থাকলেও যে পরিমাণ পণ্য থাকার কথা সেই পরিমাণ পণ্যেরই শুল্ক দিতে হবে? একই দেশে দুই ধরনের নিয়ম। মাল বেশি থাকলে জরিমানা দিতে হবে, আবার ওই ট্রাকে যে পরিমাণ মাল থাকার কথা তার চেয়ে কম থাকলেও অতিরিক্ত ডিউটি দিতে হবে। এটি কেমন নিয়ম? ২৪ ঘণ্টার মধ্যে চলমান এই সমস্যার সমাধান না হলে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হবে।’ তিনি আরও বলেন, ‘মালামাল বেশি আসলে অতিরিক্ত শুল্ক দিতে হয়। কম আসলে কেন শুল্ক কম নেওয়া হবে না। আমাদের ওপর এভাবে হয়রানি করলে এ পথ দিয়ে আমরা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবো। তা ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পরে বেনাপোল কাস্টম হাউজে এ বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো কেউ ছিলেন না। সন্ধ্যার পরপরই সবাই বেনাপোল ছেড়ে ঢাকায় চলে গেছেন। কারণ তাদের সবার পরিবার ঢাকায় থাকে।’ এ বিষয়ে বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, এনবিআরের নতুন আইন তারা কার্যকর করছেন। তবে কয়েকজন আমদানিকারক অভিযোগ করে পণ্য খালাস নিচ্ছেন না। অল্প কয়েকজন খালাস নিয়েছেন। তবে যারা পণ্য খালাস নেননি তাদের বিষয়ে আগামী রবিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি