নড়াইলে নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় আটক ২: প্রেস উইং – দৈনিক গণঅধিকার

নড়াইলে নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় আটক ২: প্রেস উইং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১০:১৬
নড়াইলে এক নারী ইউপি সদস্যকে (৪৬) সংঘবদ্ধ ধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) পুলিশ সদর দফতরের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, গত ২৪ ডিসেম্বর বিকাল সোয়া ৪টার দিকে নড়াইল সদর থানাধীন একটি ইউনিয়ন পরিষদের নারী সদস্য (মেম্বার) টিসিবির চাল বিতরণ শেষে টাকা নেওয়ার উদ্দেশে জনৈক রাজিবুল মোল্যার সঙ্গে দেখা করতে সাহিদা বেগম (৪০) নামে একজনের বাড়িতে যান। সেখানে রাজিবুলের সঙ্গে কথা বলার সময় সাহিদার প্রতিবেশী ফারুক মোল্যা (৫০), চঞ্চল মোল্যা (৩৫) ও শফিকুল (৩৩) এসে তার সঙ্গে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। পরবর্তী সময়ে ফারুক, চঞ্চল, শফিকুল ও কিবরিয়া ওই নারীকে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে বিষ জাতীয় কিছু খাইয়ে দেয় মর্মে অভিযোগে জানা যায়। পরে ওই নারী যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিতে মারা যান। ওই নারী মেম্বারের ছেলে বাদী হয়ে নড়াইল সদর থানায় মো. ফারুক, রজিবুল, চঞ্চল ও শফিকুলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় ১ নম্বর আসামি ফারুক (৫০) ও চার নম্বর আসামি শফিকুলকে (৩৩) গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ভিকটিমের ভিসেরা ও পরার বস্ত্র পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে প্রেস উইং।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি