
নিউজ ডেক্স
আরও খবর

রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার

চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ

গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে আহত ২০, নিখোঁজ ১ শিশু

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২
নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী এলাকায় ১০টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৬ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ এবং সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ১০টি ইটভাটা থেকে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বিশেষত, মেসার্স নজরুল ব্রিকস-এর কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং এর কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
জরিমানার তালিকা: এনায়েতনগরের ধর্মগঞ্জ এলাকার নিউ ন্যাশনাল ব্রিকস-১, (এক লাখ টাকা), নিউ ন্যাশনাল ব্রিকস-২ (এক লাখ টাকা), চর বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকার মেসার্স তাজ ব্রিকস ম্যানুফেকচারিং (এক লাখ টাকা), পূর্ব গোপালনগর এলাকার মেসার্স নজরুল ব্রিকস (দুই লাখ টাকা), মেসার্স খাদিজা ব্রিকস (দুই লাখ টাকা), মেসার্স নিজাম ব্রিকস (এক লাখ।টাকা), মেসার্স বিছমিল্লাহ ব্রিকস (দুই লাখ টাকা), সান ব্রিকস (দুই লাখ টাকা), মেসার্স এ এস বি ব্রিকস (দুই লাখ টাকা) ও মেসার্স বোখারী ব্রিকস (এক লাখ টাকা)।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচ এম রাসেদ জানান, "অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী কারখানাগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে আনে। এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।