
নিউজ ডেক্স
আরও খবর

রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার

চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ

গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে আহত ২০, নিখোঁজ ১ শিশু

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২
নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভে সড়ক অবরোধ, তীব্র যানজট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফারিহা গ্রুপের অন্তর্গত সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা বিভিন্ন দাবিতে এবং কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার পুলিশ লাইন গেটের সামনে এই অবরোধ কর্মসূচি চলে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, মালিকপক্ষ তাদের সঙ্গে শ্রম আইন পরিপন্থী আচরণ করছে। তাদের মূল অভিযোগগুলো হলো: কথায় কথায় শ্রমিক ছাঁটাই করা হয়, অথচ শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয় না। কারখানা প্রবেশে কড়াকড়ি। সকাল ৮টার এক মিনিট পর কারখানায় প্রবেশ নিষেধ, এমনকি দুপুর ২টার এক মিনিট পরও প্রবেশে বাধা দেওয়া হয়। ক্যান্টিন সুবিধার অভাব। কারখানার ভেতরে ক্যান্টিন নেই এবং শ্রমিকদের নাস্তা খাওয়ার জন্য বাইরে যাওয়ার অনুমতিও দেওয়া হয় না। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের কোনো বকেয়া নেই। তারপরও তারা সড়ক অবরোধ করেন। আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা করছি।”
তিনি আরও জানান, পুলিশ এবং মালিকপক্ষের সমন্বিত প্রচেষ্টায় শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে আলোচনায় বসেছে। শ্রমিকদের অভিযোগের সুষ্ঠু সমাধান করে কারখানার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার আশ্বাস দেওয়া হয়েছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।