গুলিসহ পিস্তল চুরি এসআই ক্লোজড – দৈনিক গণঅধিকার

গুলিসহ পিস্তল চুরি এসআই ক্লোজড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১:২১
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার (০৬ মে) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। এর আগে সোমবার বিকালে ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চারতলার বাসা থেকে রাকিব উদ্দিনের সরকারি পিস্তল ও গুলি চুরি হয়। ওই দিন সন্ধ্যায় রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়। রাকিব উদ্দিন জানান, ফরিদগঞ্জ থানা থেকে ১০০ গজ দূরে আবাসিক চারতলা একটি ভবনের চারতলার এক ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি। সোমবার দুপুরে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। বিকালে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাব এলোমেলো অবস্থায় দেখতে পান। ফ্ল্যাটের তালা ভেঙে বাসার ভেতরে ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। ফরিদগঞ্জ থানার ওসি বলেন, ‘এসআই রাকিব ওই ভবনের চারতলার উত্তর পাশের একটি ফ্ল্যাটে একাই থাকেন। ভবনের বেশিরভাগ ফ্ল্যাটে পুলিশ সদস্যরা ভাড়া থাকেন। ভবনটির উত্তরে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আছে। সোমবার দুপুরে বা বিকালে চোরের দল বাসার তালা ভেঙে দুটি ম্যাগাজিনে ১৬টি গুলিসহ একটি ৯ এম এম তরাশ পিস্তল ও ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করে। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারে কাজ করছে।’ খবর পেয়ে সোমবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, পিবিআই পুলিশ সুপার এস এম মোস্তাইম, সিআইডি ও ডিবির দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, ‘এ ঘটনায় এসআই রাকিবকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করার পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারে কাজ করছে পুলিশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি