অফিস-আদালত খুললেও জমজমাট বিনোদন কেন্দ্রগুলো – দৈনিক গণঅধিকার

অফিস-আদালত খুললেও জমজমাট বিনোদন কেন্দ্রগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১০:৫৯
ঈদুল আজহার তৃতীয় দিনেও দর্শনার্থীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। মূলত কোরবানির ঈদের দিনে মানুষের ব্যস্ততা থাকায় তারা বেড়াতে বের হতে পারেন না। তাই ঈদের পরদিন থেকে ঘুরতে বেরিয়ে পড়েন রাজধানীবাসী। বুধবার সরকারি-বেসরকারি অফিস খুলে গেলেও বিনোদনপ্রত্যাশীদের ঘোরাফেরা ফেমে থাকেনি। যারা ছুটি নিয়েছেন তারা পরিবার-স্বজনদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বুধবার (১৯ জুন) সারা দিনই রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিল দর্শনার্থীর সরব উপস্থিতি। যদিও দুপুরের বৃষ্টি ক্ষণিকের বাঁধ সেধেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আবার স্বাভাবিক হয় প্রকৃতি, জমে ওঠে দর্শনার্থীদের ঘোরাঘুরি। বুধবার রাজধানী ঢাকার জাতীয় জাদুঘর, স্বাধীনতা জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান ঘুরে দেখা যায়, সবখানেই দর্শনার্থীদের ভিড়। বেড়াতে আসা মানুষদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের ঈদ উদযাপন নিয়ে। মিরপুর থেকে জাতীয় জাদুঘরে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিলেন মারুফ হাসান। তিনি বলেন, আমার বাবা-মা আমাকে ছোটবেলায় জাতীয় জাদুঘরে ঘুরতে নিয়ে এসেছিলেন। তাই আজ আমিও আমার সন্তানদের এখানে নিয়ে এসেছি। বাচ্চাদের জাদুঘরে নিয়ে আসাটা খুবই জরুরি। যেটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি। জাদুঘরে আসলে একটা দেশের অতীত থেকে বর্তমান বোঝা যায়, জানা যায়। তিনি আরও বলেন, এখন ঢাকার যেকোনও জায়গায় বেড়াতে যাওয়া যায়, কারণ রাস্তা ফাঁকা। যদিও আমি এখানে এসেছি মেট্রোরেলে করে। বাচ্চাদের নিয়ে একসঙ্গে মেট্রোরেলেও ভ্রমণ হয়ে গেলো। ভালোই গেলো দিনটা। বাবা-মায়ের সঙ্গে স্বাধীনতা জাদুঘর বেড়াতে এসেছিল শিশু তাসফিয়া। তাসফিয়া বলে, এই জাদুঘরটা খুবই সুন্দর। মাটির নিচে এতো সুন্দর একটা জায়গা আগে কখনও দেখিনি, আর এখানে আগে আসিওনি। এখানে মুক্তিযুদ্ধের অনেক কিছু আছে। বাবা আমাকে বুঝিয়ে দিয়েছে। এসময় তাসফিয়ার বাবা তানভীর হোসেন বলেন, ও আমাকে স্কুল বন্ধ হওয়ার পর থেকেই বলছে এই জাদুঘরে নিয়ে আসার কথা। স্কুলের কোনও বন্ধুর কাছে শুনে এখানে আসার জন্য অস্থির হয়ে ছিল, তাই আজ নিয়ে আসলাম। স্বাধীনতা জাদুঘরের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও দেখা যায় তরুণ-তরুণীদের উপস্থিতি। উন্মুক্ত জায়গায় বসে দলে বেঁধে আড্ডা দিচ্ছেন তারা। এসময় কথা হয় এমনই আড্ডারত একটি দলের সঙ্গে। তারা বলেন, আমরা সবাই একই বিশ্ববিদ্যালয়ে পড়ি। ঈদের পরে সবাই একসঙ্গে দেখঅ করার জন্য এখানে এসেছি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আমরা যতক্ষণ ইচ্ছা আড্ডা দিতে পারব। সোহরাওয়ার্দী উদ্যানের মতো একই চিত্র দেখা যায় চন্দ্রিমা উদ্যানেও। সবুজের সান্নিধ্য পেতে অনেকেই বেড়াতে এসেছেন চন্দ্রিমা উদ্যানে। কেউ ছবি তুলে বেড়াচ্ছেন, কেউবা মজেছেন আড্ডায়। এভাবেই নিজেদের মতো করে সময় পার করছেন বেড়াতে আসা দর্শনার্থীরা। এসময় কথা হয় শ্যামলী থেকে বেড়াতে আসা জাহিদ হাসানের সঙ্গে। তিনি বলেন, বাসার কাছে এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর। পর্যাপ্ত বাতাস থাকে, অনেক গাছপালা আছে। আর আজ ওয়েদার এমনিতেই খুব সুন্দর, মেঘলা। তাই আমরা বন্ধুরা মিলে এসেছি আড্ডা দিয়ে সময় কাটাতে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির আ.লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে: এএফপি সুইটির কোলজুড়ে একসঙ্গে এলো চার সন্তান শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্য পদ স্থগিত