
নিউজ ডেক্স
আরও খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি

নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে?

ভিপি নুরকে নিয়ে ডিএনসিসির অভিযোগ সত্য নয়: গণঅধিকার পরিষদ

‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু

‘দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়’

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের আত্মপ্রকাশ, রয়েছে যেসব সংগঠন
আওয়ামীলীগের পৃথিবী একদম সংকীর্ণ হয়ে এসেছে: সাইফুল হক

প্রতিষ্ঠার ৭৫ বছরে এসে আওয়ামী লীগের পৃথিবী একেবারে সংকীর্ণ হয়ে গেছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘প্রশাসনের শক্তিতে দেশ চালাতে গিয়ে মানুষের ভেতর আওয়ামী লীগের ক্ষমতার শেকড় আলগা হয়ে গেছে। জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে তারা মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেকোনোভাবে ক্ষমতায় থাকতে গিয়ে তারা জুয়াড়িদের মতো দেশ ও জনগণকে বাজি ধরেছে। সবকিছু শেষ কারার এক ধরনের পোড়ামাটি নীতি অবলম্বন করেছে।’
শুক্রবার (১৪ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক কোনও সরকার না থাকায় বেনজীর-আজিজ-আনারদের মতো মেগা দুর্নীতিবাজ অপরাধীদের জন্ম হচ্ছে। জনগণের প্রতি দায়বদ্ধ কোনও সরকার না থাকায় ১৫-২০টি দুর্বৃত্ত ব্যবসায়ী-মাফিয়া গোষ্ঠী আজ দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণ নিয়েছে। সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে তাদের যা খুশি করার সুযোগ দেওয়া হয়েছে।
সাইফুল হক বলেন, ‘সরকারের সঙ্গে ওই গোষ্ঠীর অশুভ আঁতাত দেশকে ক্রমে অকার্যকর করে তুলছে, নৈরাজ্যের বিস্তার ঘটাচ্ছে।’ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে অবিলম্বে বিরোধী দলগুলোর মধ্যে আরও কার্যকর ঐক্য ও সমগ্র গণতান্ত্রিক আন্দোলন পুনর্গঠনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার প্রমুখ।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।