খোকসায় একাধিক মামলা থাকা সত্ত্বেও চলছে ভেজাল গুড়ের কারখানা – দৈনিক গণঅধিকার

খোকসায় একাধিক মামলা থাকা সত্ত্বেও চলছে ভেজাল গুড়ের কারখানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বন্ধ হয়নি কারখানাটি

রুহুল আমীন
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৪ | ৬:২২
কুষ্টিয়ার খোকসা উপজেলাতে বছরের পর বছর ধরে ভেজাল গুড়ের কারখানা মেসার্স দিলীপ ট্রেডার্স ভেজাল গুড় তৈরি করে আসছে। এক প্রকার প্রশাসন কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলে তাদের কারবার। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বেশ কয়েকবার হয়েছে ভ্রাম্যমান আদালত। একাধিক বার সীলগালা করা হয়েছে কারখানাটি। সর্বশেষ (২৩ শে জানুয়ারি ২০২৪) মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হলেও এতে কারখানাটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। সাধারণ মানুষের ভাস্য লোক দেখানো অভিযান করে উপজেলা প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, কারখানাটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নিন্মমানের চিনির সাথে মানব দেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল আঁখের গুড় তৈরীর । প্রতিষ্ঠানের প্রধান দিলীপ বিশ্বাস সষ্ঠী ও তার ভাই রাজকুমার বিশ্বাস এই সব পরিচালনা করে থাকেন। এর পরেও অদৃশ্য শক্তির বলে বারবার পাড় পেয়ে যায় ভেজাল কারবারিরা। এবং পূনরায় শুরু করে তাদের ভেজাল কারবার। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, খোকসা উপজেলার বাজারের ডাকবাংলো রোডে মেসার্স দিলীপ ট্রেডার্স ও কালীবাড়ি রোডে নিত্য গোপালের ভেজাল গুড়ের কারখানায় চলছে ভেজাল উৎপাদন। চিনির সাথে নাম মাত্র গুড়ের সংমিশ্রণে মানব দেহের ক্ষতিতকারক ক্যামিকেল মিশিয়ে জমাট বাঁধিয়ে বাজারজাত করা হচ্ছে। কারখানাটির নেই কোন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা বিএসটিআই অনুমোদিত কোন কাগজপত্র। এতো কিছুর পরেও ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে চলে যায়। এতে করে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থেকেই যায়। দিলীপ বিশ্বাস সষ্ঠী বলেন, আমাদের কারখানাটির মধ্যে কোন ভেজাল গুড় তৈরি করা হয় না। আমরা সব নিয়মকানুন মেনে গুড় তৈরি করি। নিবার্হি ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে তেমন কোন ভেজাল কিছু পাওয়া যায়নি। তবে কারখানাটির মধ্যে গুড় তৈরির পরিবেশ টা ঘাটতি রয়েছে। কারখানাটির মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা হয়েছে, তাদের সকল কাগজপত্র নিয়ে অফিসে দেখা করতে বলা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার