গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, জায়গা পাননি জাহাঙ্গীর – দৈনিক গণঅধিকার

গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, জায়গা পাননি জাহাঙ্গীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ১১:১৪
গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটিতে স্থান পাননি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। কমিটি ঘোষণার পর দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ দেখা গেছে। তারা ফেসবুকে দলের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে পোস্ট দিয়েছেন। মঙ্গলবার (০২ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০২২ সালের ১৯ নভেম্বর গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি পদে পুনরায় অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। বুধবার (০৩ জুলাই) সন্ধ্যায় নব ঘোষিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে ২৮ সদস্যর একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন দেওয়া হয়। এই কমিটির মেয়াদ থাকবে তিন বছর।’ কমিটিতে অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি বেগম শামসুন নাহার, মতিউর রহমান মতি, আব্দুল হাদী শামীম, রেজাউল করিম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ওসমান আলী, আসাদুর রহমান কিরণ, সফর উদ্দিন খান, শেখ আসাদুল্লাহ, হেদায়েতুল ইসলাম এবং আব্দুল আলীম মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন আফজাল হোসেন সরকার রিপন, কাজী ইলিয়াস আহমেদ ও এবিএম নাসির উদ্দিন নাসির। আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফজলুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাসেল, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আকতার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হালিম সরকার, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সাইজ উদ্দিন মোল্লা, বিজ্ঞান ও প্রযুত্তিবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ, মহিলাবিষয়ক সম্পাদক হোসনে আরা জুলি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক হীরা সরকার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মাস্টার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বাছির উদ্দিন, শ্রমবিষয়ক সম্পাদক সোলায়মান মিয়া। এ ছাড়া কমিটিতে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলকে সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক করা হয়েছে। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, এস এম আলতাব হোসেন ও আব্দুল্লাহ-আল মামুন মন্ডল। উপ-দফতর সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ, উপ-প্রচার সম্পাদক সালমা বেগম ও কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম চৌধুরী। কমিটির সদস্যরা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকি, কাজী আলিম উদ্দিন বুদ্দিন, প্রফেসর এম এ বারী, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আব্দুর রউফ নয়ন, এস এম মোকছেদ আলম, আবু সাহিদ খান, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আজিজুর রহমান শিরিশ, অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ, আব্দুর রহমান মাস্টার, আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলু, জাহিদ আল মামুন, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আবুল কাশেম, মীর আসাদুজ্জামান (তুলা), খলিলুর রহমান, এম. এ হাজী আদম আলী, অ্যাডভোকেট আকতার হোসেন, এস এম আকরাম হোসেন, নীলিমা আক্তার লিলি, জালাল উদ্দিন, এস এম শামীম আহমেদ, খোরশেদ আলম রানা, মতিউর রহমান, অ্যাডভোকেট কামাল আহমেদ খান, সেলিম মিয়া, কবির হোসেন, আব্দুর রউফ, এইচ এম শাহজাহান মাস্টার, অরুন কুমার সাহা, কাজী সেলিম ও আলমগীর হোসেন খান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক