
নিউজ ডেক্স
আরও খবর

আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় দুজন নিহত

ফরিদপুরে বাসচাপায় ডেলিভারি বয় নিহত, বাস ভাঙচুর

সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের ৩ যাত্রী নিহত

ট্রাকচাপায় দমকল কর্মীর মৃত্যু: চালক-হেলপার কারাগারে

পাবনায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোয়ালন্দে মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশুর মৃত্যু
তালায় ধানবোঝাই ট্রাক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।
শনিবার (১৮ মে) সকালে খুলনা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। মজুরি হিসেবে তারা ২০ থেকে ৩০ মণ ধান পান। সেই ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ি ফেরার পথে হরিশচন্দ্রকাটি এলাকায় রাস্তা খুঁড়ে রাখার কারণে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।