বাগমারায় বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান, প্রতিবাদে বিক্ষোভ – দৈনিক গণঅধিকার

বাগমারায় বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান, প্রতিবাদে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ২:২৯
রাজশাহীর বাগমারা উপজেলার পৌর ও আশেপাশের এলাকায় দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। বাদ যায়নি বিএনপি নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের দেয়ালও। স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে এসব লেখা হয়েছে। শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে। তবে কারা এসব লিখেছে দেখেনি কেউ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদর ভবানীগঞ্জসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আবার আসছে’, ‘শেখ হাসিনা ফিরে আসবে’ ইত্যাদি নানা ধরনের স্লোগান লেখা হয়েছে। ভবানীগঞ্জ বাজারের বিএনপি নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান, চাঁনপাড়া, দেউলিয়াসহ আশপাশের এলাকার বিভিন্ন ভবনের দেয়ালে লাল, কালো ও সবুজকালিতে এসব লেখা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো বাগমারা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এর মধ্যে ৫ আগস্ট হামলার অভিযোগে পাঁচটি মামলা হয় আওয়ামী লীগের সংসদ সদস্য ও নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ গ্রেফতারও করে শতাধিক নেতাকর্মীকে। এরপর থেকে তাদের প্রকাশ্যে বা গোপনে কোনও তৎপরতা ছিল না। রাজশাহী-ভবানীগঞ্জ সড়কের পাশে দেউলা কোল্ড স্টোরেজের দেয়ালে লাল, কালো ও সবুজকালিতে লেখা হয়। একটি সিমেন্ট কোম্পানির প্রচারণার দেয়াললিখনের ওপরে স্লোগান লেখা হয়েছে। ভবানীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রাচীরে চোখে পড়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। চাঁনপাড়া ভবানীগঞ্জ ক্লিনিকের সামনেও এমন লেখা হয়। বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালে লালকালিতে লেখা হয়। বাগমারা উপজেলা বিএনপির সদস্যসচিব কামাল হোসেন বলেন, ‘পলাতক শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকরা রাতের বেলায় কাপুরুষের মতো দেয়াললিখনে আতঙ্কের সৃষ্টি করেছে। বাগমারাবাসী তাদের আর গ্রহণ করবে না। আমার ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালেও লেখা হয়েছে।’ এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে, ‘জয় বাংলা’ লেখার প্রতিবাদে শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহাদৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতারুজ্জামান বল্টু, সদস্যসচিব মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, যুবদল নেতা রকিবুল ইসলাম সিদ্দিক, জহুরুল ইসলাম, মহাসিন আলী, দুলাল হোসেন, আসাদুল ইসলাম, হারুনুর রশীদ, সেচ্ছাসেবক দল নেতা ডিএম শাহীন, সাহাবুল ইসলাম, জেলা ছাত্রদলের নেতা নাজমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মহব্বত হোসেন, সদস্যসচিব উজ্জ্বল রহমান, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, সুমন প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন