শাহাদাত হোসেন
আরও খবর
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫
নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজা খুনের দায়ে দেবরের ফাঁসি
গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার
শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার
মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী
চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজারের উখিয়া সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উখিয়া কাঁচা বাজার সড়কে সংঘটিত এই দুর্ঘটনায় ১৬টি দোকান ও ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনায় দগ্ধ হয়ে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
এবং ফায়ার সার্ভিসের এক কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া কাঁচা বাজার সড়কের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি। বাজারে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়লে রামু, কক্সবাজার ও টেকনাফ থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট ঘটনাস্থলে আসে। মোট ১০টি ইউনিট টানা দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান মোহাম্মদ আলী (৫৭) নামের এক কাপড় ব্যবসায়ী। তিনি সাতকানিয়া উপজেলার বাসিন্দা ছিলেন এবং উখিয়া সদরে একটি বেডশিট ও পর্দার দোকানের মালিক ছিলেন। উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মত নাসরিন জেরিন জানান, নিহত মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
আহত ১০ জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।কক্সবাজার সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিক জানান, প্রাথমিকভাবে ১৬টি দোকান ও দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা হবে।আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ব্যাপক ক্ষতির পর সরকারের সহায়তা কামনা করেছেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশের সারাদেশের স্থানীয় বাজারগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে এই ঘটনা আবারও জোরালোভাবে সামনে এনেছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।